• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ অপরাহ্ন |

বোদায় কাঁঠালের বাম্পার ফলন

b10পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় মৌসুমী ফল কাঁঠালের এবার বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় কাঁঠাল চাষিদের মুখে হাসি ফুটে উঠেছে। বৈশাখের মাঝামাঝি ও জ্যৈষ্ঠের শুরু থেকে এ অঞ্চলের কাঁঠাল পাকতে শুরু করেছে।

বর্তমানে উপজেলার বিভিন্ন হাট ও বাজার গুলোতে প্রচুর পরিমাণে কাঁঠাল উঠতে শুরু করেছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে কাঁঠালের মৌ মৌ ঘ্রাণ। গাছে কাঁঠাল ফল পাকলে বেশি দিন রাখা যায় না দ্রুত বিক্রি করে দিতে হয়। তাই অনেক কাঁঠাল চাষী দ্রুত বিক্রি করতে গিয়ে কম মুল্য পাচ্ছেন বলে জানান।

উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের দপ্তরীপাড়া গ্রামের কাঁঠাল চাষী অরুণ কুমার বর্মন জানান, প্রতি বছরে আমার কাঁঠাল বাগানে প্রচুর কাঁঠল ফলে, কিন্তু এ অঞ্চলের কাঁঠাল প্রসেসিং প্লান্ট না থাকায় কাঁঠাল ফল ধরে রাখা যায় না। অত্র অঞ্চলে কাঁঠাল প্রসেসিং কেন্দ্র স্থাপিত হলে এ ফলটি বিদেশে রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হতো।

উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা যায়, চলতি বছরে এ উপজেলায় ছোট-বড় মিলে কমপক্ষে ২০০ থেকে ৩০০টি কাঁঠাল বাগান রয়েছে। এসব কাঁঠাল বাগানে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। এতে উপজেলা কৃষি অফিস কাঁঠাল চাষের যে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তাতে লক্ষ্যমাত্রা চেয়ে বেশি কাঠাল ধরেছে।

উপজেলা কাঁঠাল চাষীরা জানান, গত বছরের তুলনায় এ বছর কাঁঠাল গাছে ব্যাপক কাঁঠাল এসেছে। এতে অনেক কৃষক লাভবান হবেন। কাঁঠাল চাষে উৎপাদন খরচ কম হওয়ায় চাষিরা বলেন, কাঁঠাল চাষ অধিক লাভ জনক।

উপজেলা কৃষি অফিসার মো. এনামুল হক জানান, এবার প্রাকৃতিক দুর্যোগ কম ও আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে গাছে কাঠাল এসেছে প্রচুর পরিমাণে এতে লক্ষমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমে কাঁঠাল চাষিরা তাদের কাঁঠাল বিক্রি করে ব্যাপক লাভবান হবেন বলে তিনি আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ