• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন |

পাকিস্তানে বিমান হামলায় নিহত ১৭

Jet Bimanআন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গীদের গোপন আস্তানায় জেট বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছে।
শুক্রবার রাতে উত্তর ওয়াজিরিস্তানে দরগামান্ডি ও চশমা গাঁও এলাকায় সর্বশেষ এ বিমান অভিযান চালানো হয়।
এদিকে বিভিন্ন ত্রাণ সংস্থা পাকিস্তানে সামরিক অভিযানে পালিয়ে যাওয়া শরণার্থীদের জন্য ত্রাণ প্রচেষ্টা জোরদার করেছে। উত্তর ওয়াজিরিস্তানে এ ধরণের সামরিক অভিযানে প্রায় পাঁচ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী ওই অঞ্চলে জঙ্গিদের শক্তিশালী ঘাঁটি গুড়িয়ে দিতেই সেখানে সামরিক অভিযান চালানো হয়।
মধ্য জুনে এ অভিযান শুরুর পর থেকে উত্তর ওয়াজিরিস্তানের পার্শ্ববর্তী বান্নু শহরে হাজার হাজার লোক পালিয়ে যায়। এ সময় আরো শত শত লোক লাক্কি মারওয়াত, কারাক ও ডেরা ইসমাইল খান শহরে চলে যায়।
পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘জঙ্গীদের গোপন আস্তানায় বিমান হামলায় ১৭ জঙ্গী নিহত এবং তাদের ছয়টি কম্পাউন্ড ধ্বংস হয়েছে।’
স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তা এ বিমান হামলায় জঙ্গিদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ