লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে ছাত্রীকে ধর্ষনের চেষ্টায় রফিকুল ইসলাম(৩৫) নামে এক মাদরাসা হুজুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার সন্ধায় উপজেলার দূর্গাপুর কুঠিবাড়ি জামে মসজিদ এলাকা থেকে আটক করে পুলিশ। গ্রেফতার হুজুর রফিকুল ইসলাম ওই ইউনিয়নের উত্তর গোবদা গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে বলে জানা গছে।
প্রতক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গছে, স্কুল পড়ুয়া (১২) এক ছাত্রীকে বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় রফিকুল। মেয়েটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে রফিকুল পালিয়ে যায়।
শুক্রবার দুপুরে মেয়ের বাবা ওসমান আলী বাদি হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে শুক্রবার সন্ধায় ওই রফিকুলকে গ্রেফতার করে ।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী রফিকুলকে শনিবার জেলহাজতে প্রেরন করেন।