লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শনিবার দুপুরে পরিষদের ২০১৩-২০১৪ অর্থ বছরের ১ কোটি ৩৬ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। উপজেলা হলরুমে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ হাতীবান্ধার সহযোগিতায় ওই বাজাটে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাহবুবুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, মাকতুবা আক্তার বেলী, টংভাঙ্গা ইউ,পি চেয়ারম্যান সেলিম হোসেন, সিংঙ্গীমারী চেয়ারম্যান এম,জি মোস্তাফা, প্ল্যান বাংলাদেশের মাহফুজুর রহমান প্রমূখ।