ঢাকা : দেশের কোথাও চাঁদ দেখতে পায়নি চাঁদ দেখা কমিটি। তাই আগামী সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান।
শনিবার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জাতীয় চাঁদ দেখা কমিটি।
মাগরিবের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া, প্রতি জেলার জেলা প্রশাসককে প্রধান করে চাঁদ দেখা কমিটির যে শাখা রয়েছে সেখান থেকেও চাঁদ দেখার বিষয়ে নিশ্চিত হতে পারেনি ওই কমিটি।
১৭ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন- কমিটির সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, ইসলামী ফাউন্ডশেনরে ডিজি শামীম মো. আফজাল, বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ।