ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা যুবলীগ কার্যালয়ে শনিবার রাতে ডোমার যুবলীগের সভাপতি মতিউর রহমানের স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের উদ্যোগে শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগের জেলা শাখার সাধারন সম্পাদক মমতাজুল হক। বক্তব্য রাখেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,আওয়ামীগের ডোমার উপজেলা শাখার সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাঃ সম্পাদক তোফায়েল আহম্মেদ, সোনারায় ইউনিয়ন সভাপতি সহিদ আহম্মেদ শান্তু, যুবলীগ জেলা শাখার সভাপতি রমেন্দ্র নাথ বন্ধন বাপী, সাঃ সম্পাদক শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা শাখার সাঃ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ ।