আন্তর্জাতিক ডেস্ক: রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা।
শুক্রবার এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, “রমজান মাস উপলক্ষে আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি ও মিশেল যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলমানদের শুভ কামনা করছি।”
মুসলিম পরিবারে জন্ম নেওয়া ওবামা রোজার ইতিবাচক দিকগুলো তুলে ধরে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। এসময় তিনি হানাহানি ও দ্বন্দ্ব-সংঘাত থেকে সরে শান্তির পথে আসার জন্যও সবার প্রতি অনুরোধ করেন।
ওবামা বলেন, প্রতি বছরের মতো এবারো হোয়াইট হাউসে ইফতার আয়োজন করা হবে।
এদিকে রমজান মাস উপলক্ষে দেয়া এক বার্তায় ইরাকে মাথাচাড়া দিয়ে ওঠা ইসলামি জঙ্গিদের গুড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশা আবদুল্লাহ।
“আমরা এখানে সন্ত্রাসীদের কোনো চক্র গড়ে উঠতে দেব না, আমাদের মাতৃভূমিকে বা এর কোনো সন্তানকে বা এর কোনো বাসিন্দাকে স্পর্শ করার সুযোগও দেব না। এরা সুরক্ষিত মুসলিমদের আতঙ্কিত করার ব্যক্তিগত স্বার্থ আড়াল করতে ধর্মকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে,” বলে জানান তিনি।