• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন |

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার রোজার শুভেচ্ছা

11ঢাকা: পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার পৃথক পৃথক বাণীতে তারা এই শুভেচ্ছা জানান।
সোমবার বাংলাদেশে হিজরি সালের পবিত্র রমজান মাস শুরু হবে। এদিন থেকে টানা এক মাস রোজা পালনের মধ্য দিয়ে সিয়ামসাধনা করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তারা শুভেচ্ছা বাণীতে বলেন, “সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। আমি আশা করি, সবাই রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজজীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ।” তিনি বলেন, “আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্যলাভের সুযোগ হয়।”
খালেদা জিয়া তার শুভেচ্ছাবাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বিএনপির চেয়ারপারসন বলেন, “মাহে রমজান অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে আমাদের নিজেদের পবিত্র মানুষ হিসেবে গড়ে ওঠার ব্রত নিতে হবে।”
বাণীতে খালেদা জিয়া বলেন, “অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।” তিনি দেশবাসীসহ মুসলিম উম্মার অব্যাহত সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ