• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ অপরাহ্ন |

হাজী সেলিমের গাড়ি ভাঙল শিক্ষার্থীরা

Hazi Salimঢাকা: ঢাকা-৭ আসনের এমপি হাজী সেলিমের গাড়ি ভাংচুর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রোববার বিকালে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪ টার দিকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ নয়াবাজার মোড়ে সিগন্যাল দিয়ে রাস্তা আটকে রাখে। কিন্তু এ সময় হাজী  সেলিমের গাড়ি যাওয়ার জন্য রাস্তা খুলে দেয়। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছয়টি দ্বিতল বাস ওই পথে যাচ্ছিল। পুলিশের সড়ক আটকানোর কারণে এই ছয়টি বাস অনেকক্ষণ রাস্তায় আটকে থাকে। এ ঘটনার প্রতিবাদ জানালে হাজী সেলিমের নিরাপত্তাকর্মীরা এক শিক্ষার্থীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এর জেরে শিক্ষার্থীরা নিরাপত্তাকর্মীদের গাড়ি ও হাজী সেলিমের গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে হাজী সেলিম শিক্ষার্থীদের শান্ত করা চেষ্টা করেন। শিক্ষার্থীরা এ সময়ও শান্ত না হলে পুলিশ পাহারায় হাজী সেলিম স্থান ত্যাগ করেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) গোলাপ মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গাড়ি সাইড না দেয়ায় তারা এমপির গাড়ির কাচ ভাঙচুর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ