ঠাকুরগাঁ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, দবির আলী ( ৪৫), জুয়েল (২৫), হরিপুর উপজেলায় ফজলুর রহমান (৩৮) ও আনোয়ারা (৫০)। আজ উপজেলার পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, ভারিবৃষ্টি চলাকালে সকাল সাড়ে ১১টায় পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের দবির আলী পুকুরে মাছ ধরছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ১১টার দিকে ভামডা গ্রামে বজ্রপাত হলে জুয়েল নামে একজন মারা যান। ওই সময় জুয়েল বাড়িপাশের জমিেেত চাষাবাদ করছিলেন। অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ফজলুর রহমান মাঠে গরু বাঁধতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকাল পৌনে ৯টায় ওই উপজেলার ফলোড়া গ্রামে বজ্রপাত হলে বিকট শব্দে হার্টএ্যাটাকে আনোয়ারা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।