• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন |

বিএনপি জোটের ইফতার পলিটিক্স

Khaladaসিসিনিউজ: আন্দোলনে মাঠে নেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। দীর্ঘদিন ধরে নামকাওয়াস্তে বিক্ষোভ-সমাবেশ, ঘরোয়া আলোচনা ও ঢাকার বাইরে চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভার মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে বিরোধী জোটের আন্দোলন কর্মসূচি।

এছাড়া মামলা-হামলা, গ্রেফতার-নির্যাতনের কারণে সারা দেশে এখনও ঘরছাড়া বিএনপি-জামায়াত নেতাকর্মীদের অনেকে। নানা কারণে সংশ্লিষ্টদের মধ্যে বিরাজ করছে হতাশা ও ক্ষোভ। এ অবস্থায় নেতাকর্মীদের চাঙ্গা করতে রোজার মাসে ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নিয়েছে শরিক দলগুলো। মাসজুড়ে ইফতার পলিটিক্সে ব্যস্ত থাকবেন বিএনপি-জামায়াতসহ জোটের শরিকরা।

এদিকে ১৮ রমজানের পর যে কোনো দিন মক্কায় যাওয়ার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। সেখানে ওমরা পালনের পাশাপাশি রমজানের শেষ দিনগুলোতে পবিত্র হেরেম শরিফে ইবাদত-বন্দেগিতে কাটাবেন তিনি। এর আগে বিভিন্ন ইফতার মাহফিলে নিজে অংশগ্রহণ এবং অন্যদের সম্মানে তিনি ইফতার অনুষ্ঠানের আয়োজন করছেন। তবে বিভিন্ন সংগঠন ও দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে ইফতারের আমন্ত্রণ জানানো হলেও সব পার্টিতে যেতে পারছেন না তিনি। রাজধানীতে ১০ থেকে ১২টির মতো ইফতার মাহফিলে যোগ দেবেন বিরোধী জোট নেত্রী। এ সময় রাজপথের কোনো আন্দালন-কর্মসূচিতে দেখা পাওয়ার সম্ভাবনা নেই ২০ দলীয় জোট নেতাদের।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম জানান, রমজানে ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে ১০ হাজারের মতো ইফতার মাহফিল করার টার্গেট নেয়া হয়েছে। ১৬ জুলাই মহানগরের উদ্যোগে প্রধান ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া অন্যান্য ইফতারে সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। দলের কেন্দ্রীয় সূত্রমতে, নেতাকর্মীদের চাঙ্গা করতে সারা দেশে ব্যাপকসংখ্যক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। জেলা ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ এলাকার ইফতার পার্টি আয়োজনের দায়িত্বে থাকবেন।

রাজধানীতে কেন্দ্রীয় ও মহানগর বিএনপি ছাড়াও জোটের অন্যান্য শরিক দল এবং সমমনা সংগঠনের পক্ষ থেকে আয়োজিত ১০টির বেশি ইফতার মাহফিলে যোগ দেবেন খালেদা জিয়া। এছাড়া অন্যান্য দিনেও কারও না কারও সঙ্গে ইফতারে অংশ নেবেন তিনি। সূত্রমতে, রোজার প্রথম দিন রাজধানীর লেডিস ক্লাবে এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন খালেদা জিয়া। পরে ২ জুলাই রাজনৈতিক নেতাদের সম্মানে বসুন্ধরা কনভেনশন সেন্টারে, ৩ জুলাই পেশাজীবী, বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে ইফতার বসুন্ধরা কনভেনশন সেন্টারে, ৪ জুলাই, শুক্রবার গুলশানের নিজ বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে, ৫ জুলাই কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েস্টিনে, ৮ জুলাই এলডিপির ইফতারে, ৯ তারিখে হোটেল সোনারগাঁয়ে জামায়াতের, ১২ তারিখে হোটেল পূর্বাণীতে এনডিপির, ১৩ জুলাই জাতীয় পার্টির উদ্যোগে (একাংশ কাজী জাফর) হোটেল ওয়েস্টিনে, ১৬ জুলাই সংসদের এলডি হলে ঢাকা মহানগর বিএনপি ও ১৭ জুলাই জাতীয় প্রেসক্লাব আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন বলে জানা গেছে।

জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর প্রকাশ্য কার্যক্রম না থাকলেও রমজান মাসে ইফতার মাহফিল নিয়ে ব্যস্ত থাকবে দলটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াতের কেন্দ্রের উদ্যোগে দুটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৯ জুলাই রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে হোটেল সোনারগাঁয়ে এবং ২ জুলাই হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। আর ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে রোজার প্রথম দশকে। এছাড়া রাজধানীর প্রতিটি থানা এবং ওয়ার্ডে ছোট ছোট পরিসরে আয়োজনসহ অন্তত ছয় হাজার ইফতার অনুষ্ঠানের টার্গেট নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। একইভাবে সারা দেশে ব্যাপকসংখ্যক ইফতার পার্টির আয়োজন করবে দলটি।

জোটের শরিকদের মধ্যে খেলাফত মজলিসের উদ্যোগে দুটি বিশেষ ইফতার মাহফিল হবে। এর মধ্যে দলের কেন্দ্রের উদ্যোগে ৫ জুলাই পেশাজীবীদের নিয়ে এবং ১৩ তারিখে মহানগরের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হবে। জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে ১১ জুলাই অনুষ্ঠিত হবে ইফতার মাহফিল। ১০ জুলাই ইসলামী ঐক্য জোটের উদ্যোগে ইফতার মাহফিলের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য দলগুলো ছোটখাটো পর্যায়ে ইফতার মাহফিল করবে বলে জোট নেতারা জানিয়েছেন।

উৎসঃ আলোকিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ