সাবেক সংসদ সদস্য মোঃ গোলাম মাওলা রনি চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে একথা বলেন। জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মোঃ গোলাম মাওলা রনি বলেন, বর্র্তমানে বাংলাদেশে যে রাজনীতি চলছে তা দিনকে দিন হাসি-তামাশার পাত্রে পরিণত হয়ে যাচ্ছে। হুসেইন মুহম্মদ এরশাদের আমলে জনাব আ শ ম আব্দুর বর বিরোধীদলীয় নেতা ছিলেন এবং তার বৈশিষ্ট্য ছিল একজন গৃহপালিত বিরোধী নেতা। প্রকৃতির কী মায়া বর্তমানে সেই হুসেইন মুহম্মদ এরশাদ ও তার স্বনামধন্য স্ত্রী বেগম রওশন এরশাদ এমন গৃহপালিত বিরোধী দল হয়েছে যে জনাব আ শ ম আব্দুর বর দেখলে লজ্জায় মরে যাবেন এবং বলবেন আমি কী ছিলাম আর এরা কী?
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর দশম সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দেশ এবং জনগণের জন্য প্রয়োজনে কথা বলেন কিন্তু কখনও হাসেন না। আমার কাছে মনে হয় বেগম রওশন এরশাদ রাজনীতিতে প্রক্সি দেয়া ভিন্ন অন্য কাজ করছে না।
তিনি আরো বলেন, বর্তমানে বেগম রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলের চেয়ারে বসে আছে এবং যতদিন সংসদ থাকবে ততদিন তার প্রেতাত্মা সংসদে ঘুরাফিরা করবে। আমাদের ভালো পীর, ফকির বা ওঝা আনতে হবে তা-না হলে বাংলাদেশের সংসদে কোন শক্তিশালী বিরোধী দলই টিকবে না।
মন্ত্রী বা এমপি হল সাধারণ মানুষের মানুষের তাজ, কিন্তু তাদের আচার-আচরণ যদি প্যান্টের নিচে চলে যায় তাহলে জাতির জন্য খুবই খারাপ হয়। একজন ভালো নেতা ছাড়া দেশের উন্নয়ন কখনই সম্ভব নয়।