• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন |

খানসামায় মুড়ি থেকে ধান চাষ, কৃষকের মাঝে ব্যাপক আলোড়ন

Khansama news (dhan) 29.06.14আমিনুল ইসলাম: দিনাজপুরের খানসামায় ইরি বোরো কাটার পর পড়ে থাকা মুড়ি থেকে আবারও ধান উৎপাদন করে কৃষকের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন ধান চাষী শাহীনুর আলম।
সরেজমিন দেখা গেছে, উপজেলার গোয়ালডিহি গ্রামের কৃষক শাহীনুর আলম ইরি বোরো মৌসুমে এক একর ২৫ শতক জমিতে ব্রি ধান-২৮ চাষ করেন। মে মাসের শুরুতে এসব ধান কেটে ঘরে তোলেন। এরপর জমিতে পড়ে থাকা ধান গাছের মুড়ি নষ্ট না করে পুনরায় ধান উৎপাদন করতে যতœ নেন এবং ধান গাছের গোড়া কাচা থাকায় দ্রুত নতুন কুশি বের হয়। কোন প্রকার সেচ ও সার প্রয়োগ ছাড়াই শুধু মাত্র কয়েক বার কীটনাশক স্প্রে করে চাষকৃত এসব মুড়ি ধানের মাঝারি ধরণে ফলন ধরেছে।
কৃষক শাহীনুর আলমের সাথে কথা হলে তিনি জানান, ইরি বোরো ধান কাটার পর জমিতে পড়ে থাকা ধান গাছের গোড়া (মুড়ি) থেকে নতুন কুশি বের হয়। আর এসব কুশি ব্যবহার হয় গরু ও ছাগলের খাদ্য হিসেবে।  কিন্তু আমি এ বছর এক একর ২৫ শতক জমিতে চাষকৃত ধান ঘরে তোলার পর মুড়ি থেকে বের হওয়া কুশি নষ্ট না করে পুনরায় ধান উৎপাদনে যতœ করছি। শুধুমাত্র স্প্রে ছাড়া অন্য কোন খরচ হয়নি। আশা রাখি মুড়ি থেকে আবারও প্রায় ১৫-২০ মন ধান উৎপাদিত হতে পারে।
নতুন এ পদ্ধতিতে মুড়ি থেকে ধানচাষ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এজামুল হকের সাথে কথ হলে তিনি বলেন, ধানের মুড়ি থেকে আবার ধান চাষ নিঃসন্দেহে নতুন পদ্ধতি। বিশেষ করে ব্রি ধান-২৮ ও ২৯ ধানের গোড়া কাচা থাকে। তাই ধান কাটার পর এসব ধান গাছের মুড়ি থেকে কুশি বের হয়। আর এসব মুড়ি থেকে পুনরায় ধান উদৎপাদন সম্ভব। এ বছর গোয়ালডিহি ও হাসিমপুর গ্রামের বেশ কয়েক জন কৃষক মুড়ি থেকে ধান চাষ করছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ