• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন |

পত্রিকা ডিক্লারেশন বাতিলের ক্ষমতা চান ডিসিরা

Newspapersসিসিনিউজ: পত্রিকার ডিক্লারেশন বাতিলে নিজেদের ক্ষমতা প্রয়োগে সরকারের সিদ্ধান্ত চেয়েছেন জেলা প্রশাসক (ডিসি)’রা। বলেছেন, রাষ্ট্রবিরোধী বা ধর্মীয় মূল্যবোধে আঘাত হানে এমন কোন বিষয়ে সংবাদ প্রকাশিত হলে পত্রিকার ডিক্লারেশন (ঘোষণাপত্র) বাতিলের ক্ষমতা ডিসিদের দেয়া উচিত। এছাড়া, প্রতি তিন বছর পর সরকার নির্ধারিত ফি (কমপক্ষে পাঁচ হাজার টাকা) জমা দিয়ে ঘোষণাকৃত সংবাদপত্র ও ছাপাখানার লাইসেন্স নবায়নের সুপারিশ করেছেন তারা। একই সঙ্গে সরকারি ঘোষণাপত্রের ফি দৈনিক  পত্রিকার জন্য ৫০ হাজার টাকা, সাপ্তাহিক পত্রিকার জন্য ২৫ হাজার টাকা এবং অন্যান্য পত্রিকার জন্য ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন।

আগামী ৮ থেকে ১০ই জুলাই জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো ডিসিদের প্রস্তাবনায় ডিক্লারেশন বাতিলের ক্ষমতা চাওয়া হয়েছে। এর পাশাপাশি নতুন ডিক্লারেশন ও নবায়ন ফি নির্ধারণের সুপারিশ করেছেন তারা। ডিসিদের এই প্রস্তাবকে অযৌক্তিক এবং গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বলে মনে করছেন সংবাদপত্র শিল্পের সঙ্গে যুক্ত সাংবাদিক নেতারা। তারা জানান, ১৯৭৫ সালের পর বিভিন্ন সামরিক সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা গুরুতরভাবে সীমিত হয়েছিল। সামরিক শাসন উঠে যাওয়ার পরও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের কিছু বিধান অনুযায়ী প্রেসিডেন্ট এরশাদ অনেক পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছিলেন। ১৯৯১ সালের পর প্রেসিডেন্ট বিচারপতি সাহাবুদ্দীন আহমদের বদান্যতায় বিশেষ ক্ষমতা আইনের ওই সব বিধান বাতিল করা হয়। এরপর থেকে নির্বাহী আদেশে যখন-তখন পত্রিকা বন্ধ করা যায় না। তারা মনে করেন, গণতান্ত্রিক শাসনামলেও দেশের সরকারগুলো বারবার ওই ক্ষমতা ফিরে পাওয়ার চেষ্টা করছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলীর ৩ নং এজেন্ডায় ডিক্লারেশন বাতিলের ক্ষমতার বিষয়টি উল্লেখ করা রয়েছে। ১০ই জুলাই সকালে বিষয়টি আলোচনার জন্য রয়েছে। ঢাকার ডিসি’র এ সংক্রান্ত প্রস্তাবনায় বলা হয়েছে, ‘রাষ্ট্রবিরোধী কিংবা ধর্মীয় আঘাত হানে এমন কোন বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে পত্রিকাটি বাতিলের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটকে দেয়া হয়নি।’ এমন বিষয়ে বিপরীতে সমস্যা উত্তরণের সুপারিশে ‘পত্রিকা বাতিলের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান’ করতে বলা হয়েছে। উল্লেখ্য, জেলা প্রশাসককেই জেলা ম্যাজিস্ট্রেট বলা হয়। আগামী সপ্তাহে ডিসি সম্মেলনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়াবলীতে ঢাকার ডিসি তার প্রস্তাবনায় আরও বলেছেন, পত্রিকার প্রকাশক মৃত্যুবরণ করলে পরিবারের কোন সদস্য সংবাদপত্রে শিল্পের অভিজ্ঞতা না থাকলেও প্রকাশক হতে পারবেন কিনা তার কোন বিধান নেই। এ সমস্যা উত্তরণের সুপারিশে বলা হয়েছে, প্রকাশ হতে গেলে সংবাদপত্র শিল্পে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকার বিধান করা দরকার। এছাড়া বিষয়াবলীতে বলা হয়েছে, ঘোষণাকৃত সংবাদপত্র ও ছাপাখানার লাইসেন্স নবায়নের বিধান নেই। নবায়নের ক্ষেত্রে সুপারিশে বলা হয়, প্রতি তিন বছর পর সরকার নির্ধারিত ফি (কমপক্ষে ৫০০০ টাকা) প্রদান করে সংবাদপত্র ও ছাপাখানার লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা যায়। আর পত্রিকার সরকারি ঘোষণা ফি বাড়িয়ে দৈনিকের জন্য ৫০ হাজার, সাপ্তাহিকের জন্য ২৫ হাজার এবং অন্যান্য পত্রিকার জন্য ২০ হাজার টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। বিষয়াবলীতে উল্লেখ করা হয়েছে, যে কোন পত্রিকার সরকারি ঘোষণাপত্র ফি চার টাকা, যা বর্তমান সময় অনুযায়ী খুবই কম। একই সঙ্গে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্কের লাইসেন্সিং-এর ক্ষমতা ডিসিদের কাছে দেয়ার প্রস্তাব করেছেন তারা। ডিসিদের ডিক্লারেশন বাতিলের ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে তথ্য মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা মানবজমিনকে জানান, পত্রিকায় রাষ্ট্রবিরোধী বা ধর্মীয় আঘাত হানার বিষয়ে কোন সংবাদ প্রকাশিত হলে সরকার বিদ্যমান আইনেই তার ব্যবস্থা নিতে পারে। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি এবং তথ্যপ্রযুক্তি আইনে প্রতিবেদকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। এ জন্য ডিসিদের আলাদা করে ক্ষমতা দেয়ার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। এতে সমস্যা অনেক গুণ বাড়বে। উৎস: মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ