• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন |

জনসভায় ধর্ষণের হুমকি দিলেন তাপস পাল

11আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্য জনসভায় ধর্ষণের হুমকি দিয়েছেন মমতার তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ তাপস পাল। সোমবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌমাহা গ্রামের এক জনসভায় বিরোধীদের উদ্দেশে এ হুমকি দেন নায়ক তাপস পাল।
হুমকিতে কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল বলেন, ‘আমার মা, বোন, বাবা, বাচ্চা কারোর গায়ে যদি হাত পড়ে আমি ছেড়ে কথা বলব না। বাড়ি বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করে দেব। তৃণমূলের কারোর গায়ে যদি কোনো সিপিএম হাত দেয় তাদের গুষ্টি শেষ করে দেব। বাড়ি-ঘর জ্বালিয়ে দেব।’
লোকসভা নির্বাচনের সময়ও বিরোধীদের প্রতি অশ্লীল মন্তব্য করেছিলেন তৃণমূলের এই অভিনেতা সাংসদ। তবে এর আগে পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক নেতা সরাসরি ধর্ষণের হুমকি দেননি।
এদিকে, যে দলের সাংসদ তাপস পাল সেই দলের শীর্ষে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন মহিলা যে দলের প্রধান সেই দলের সাংসদ কীভাবে ধর্ষণের প্ররোচনা দেন তা নিয়েই বিতর্কের ঝড় উঠেছে। সূত্র : জিনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ