নীলফামারী : বাংলাদেশ আওয়ামী ন্যাশনাল পার্টির (ন্যাপ) সাবেক চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শফিকুল গনি স্বপনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীতে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মরহুমের পৈত্রিক নিবাস জেলার ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ন্যাপের ডিমলা উপজেলা আহ্বায়ক শাহ আজিজুল ইসলামের সভাপতিত্বে শফিকুল গনি স্বপন বহুমুখী ফাজিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাপে’র জেলা আহ্বায়ক ফরহানুল হক। অন্যদের মধ্যে ন্যাপ নেতা মোফাক্কারুল ইসলাম, মোয়জ্জেম হোসেন, ওয়াহেদুর রহমান, বছির উদ্দিন, নাসির উদ্দিন, আনিছুল ইসলাম চৌধুরী ও আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।