রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাািজবপুর নামা বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
বাজার কমিটি সুত্রে জানা গেছে মঙ্গলবার ভোর রাতে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন ধরে মূহুর্তের মধ্যে ৫টি দোকান ঘর ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শিরা জানান,উজ্জল কম্পিউটারের দোকান থেকে আগুন লেগে শিপনের তুলার দোকান ,জিয়াউরের মনোহারি দোকান ও জালাল নাপিতের দোকান ঘর সহ ৫টি ঘরের মালামাল পুড়ে ভস্ম হয়ে যায় । পরে হোটেল কর্মচারীদের চিৎকারে আশেপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।