• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

রাজারহাটে দু’ইউপি সদস্যের মধ্যে হাতাহাতি

Rajarhat Pic-01-07-14-1রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে আজ বিকেলে ভিজিএফ’র তালিকা প্রণয়ন করা নিয়ে পুরুষ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ইউপি সদস্যার মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মহিলা ইউপি সদস্যা মোছাঃ ছাবিনা ইয়াসমিন (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউপি’র সংরক্ষিত মহিলা ওয়ার্ড (২,৩ ও ৪) নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা মোছা. ছাবিনা ইয়াসমিন ও একই ইউপি’র ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহআলম (৪৫) এর মধ্যে ক’দিন ধরে ভিজিএফ’র তালিকা করা নিয়ে মনো-মালিন্য চলে আসছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার বিকেলে ইউপি পরিষদ চত্বরে ইউপি সদস্য শাহআলম ও ছাবিনা ইয়াসমিন দু’জনের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতা-হাতি শুরু হয়। এতে মহিলা ইউপি সদস্যা ছাবিনা ইয়াসমিন গুরুত্বর আহত হয়। পরে ওই ইউপি সদস্যাকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মহিলা ইউপি সদস্যা ছাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে ইউপি সদস্য শাহআলম তাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। এতে সে সাড়া না পেয়ে তাকে বেধরক মারপিট করে তার শ্লীলতাহানী ঘটায়। তিনি আরও জানান, উক্ত ইউপি সদস্য শাহআলমের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানীর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি দুঃখ জনক। শ্লীলতাহানী নয়, ভিজিএফ’র তালিকা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতা-হাতি ঘটনা ঘটে। ইউপি সদস্য মো. শাহআলম বলেন, ভিজিএফ’র তালিকা প্রণয়নে সে অনিয়ম শুরু করলে আমি এর প্রতিবাদ করেছি মাত্র। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এম ময়নুল ইসলাম বলেন, দু’ইউপি সদস্যের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। আহত মহিলা ইউপি সদস্যা বর্তমানে হাসপাতালে ভর্তি  রয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ