সিসিনিউজ: সৈয়দপুরে এক গাঁজা ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম ওই কারাদন্ড প্রদান করেন। গাঁজা বিক্রির দায়ে দন্ডপ্রাপ্ত মো. মালেক (৫২) সৈয়দপুর শহরের হাওয়ালদারপাড়ার বাসিন্দা। ওইদিনেই তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।