• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার নীলফামারীতে দেড় শতাধিক নারী-পুরুষ নিলেন দুর্ণীতিবিরোধী শপথ

নূর হোসেনকে ফেরত দেবে ভারত

New Rose Cafe, Saidpur

nurঢাকা: নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত। এ বিষয়ে কলকাতার আদালত যখন অনুমতি দেবেন, তখনই তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে বলে গতকাল নয়াদিলি্লতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন।

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত। এ বিষয়ে কলকাতার আদালত যখন অনুমতি দেবেন, তখনই তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে বলে গতকাল নয়াদিলি্লতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘তারা বাংলাদেশ সরকারের চিঠি পেয়েছেন।নূর হোসেনকে ফেরত দেবে ভারত

ওই অপরাধীকে ঢাকার হাতে তুলে দেওয়ায় কোনো আপত্তি নেই। তবে সবকিছু নির্ভর করছে কলকাতার আদালতের ওপর। সেখানে তার বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মামলা চলছে। ওই মামলার নিষ্পত্তি হলেই বা আদালত যদি প্রত্যর্পণের অনুমতি দেন, তাহলেই তাকে তুলে দেওয়া হবে।

ওই মুখপাত্র আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে কলকাতার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রত্যর্পণের বিষয়ে কথা বলেছে। কলকাতা পুলিশেরও প্রত্যর্পণে কোনো আপত্তি নেই। ভারতীয় আইন অনুযায়ী নূর হোসেন যদি অবৈধ প্রবেশের জন্য দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে সেখানে কয়েক মাস কারাদণ্ড ভোগ করতে হবে। সেই দণ্ড মওকুফ করে তাকে ঢাকায় পাঠানো হবে কি-না সে সিদ্ধান্ত নেবেন আদালত। ২০১৩ সালের ডিসেম্বরে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়। এ ক্ষেত্রে নূর হোসেন হতে পারেন প্রথম ব্যক্তি, যাকে ভারত বাংলাদেশে ফেরত পাঠাবে। উৎসঃ   সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ