• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন |
শিরোনাম :
প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার নীলফামারীতে দেড় শতাধিক নারী-পুরুষ নিলেন দুর্ণীতিবিরোধী শপথ

প্রথমবারের মতো…

New Rose Cafe, Saidpur

Suruti hasanবিনোদন ডেস্ক: প্রভুদেবার ‘রামায়া বাসতাভিয়া’ ছবির মাধ্যমে দুর্দান্ত অভিনয়-পারফরমেন্স দেখিয়ে বলিউডে নিজের সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান। বলতে গেলে এ ছবিটি তার ভাগ্যও বদলে দিয়েছে। দক্ষিণ ভারতের ছবির অভিনেত্রী হলেও এখন বলিউডে নিয়মিত হয়েছেন তিনি। থাকছেন মুম্বইতে। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। এদিকে বর্তমানে ‘গাব্বর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রুতি হাসান। ক্রিশ-এর পরিচালনায় ও সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এ ছবিটিতে শ্রুতি প্রথমবারের মতো অভিনয় করছেন অক্ষয় কুমারের বিপরীতে। এর মাধ্যমে শ্রুতির স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ, বলিউডের মধ্যে আমির খান ও অক্ষয় কুমার হলেন তার প্রিয় অভিনেতা। এ কারণেই বিগ বাজেটের এ ছবির কাজ নিজের শতভাগ দিয়েই করার চেষ্টা করছেন তিনি। শিডিউলের ক্ষেত্রেও খুব সিরিয়াস শ্রুতি। একেবারে শুটিং শুরুর আগেই তিনি হাজির হয়ে যাচ্ছেন স্পটে। নতুন খবর হচ্ছে, এ ছবিতে অক্ষয়ের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন শ্রুতি। থাকবে চুমোদৃশ্যও। এই প্রথমবারের মতো বলিউডের কোন ছবিতে এতোটা ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করছেন তিনি। পুরো ছবিতেই আবেদনময়ী দেখা যাবে শ্রুতিকে। এ ছবিতে অভিনয় করার বিষয়টি নিয়ে বেশ আনন্দিত শ্রুতি। এ বিষয়ে তিনি বলেন, ‘গাব্বর’ অসাধারণ কাহিনীর ছবি। এটি প্রযোজনা করছেন আমার গুরুতুল্য সঞ্জয় লীলা বানসালী স্যার। আর এখানে অক্ষয় জি’র সঙ্গে কাজ করছি আমি। তিনি আমার অনেক প্রিয় একজন অভিনেতা। এখানে আমার চরিত্রটিও অনেক চ্যালেঞ্জিং। সব মিলিয়ে এ ছবিতে অনেক কিছু একসঙ্গে পাচ্ছি। তবে এবার কিন্তু হট শ্রুতিকেই দর্শক এখানে আবিষ্কার করতে পারবেন। অভিনেত্রী হিসেবে প্রমাণেরও জায়গা রয়েছে। তাই আমি ছবিটি নিয়ে অনেক আনন্দিত, সিরিয়াস ও আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ