খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: পরিবেশ ও পানির স্তর নষ্টকারী নিষিদ্ধ বৃক্ষের অন্যতম ইউক্যালিপটাস গাছ। কিন্তু নিষিদ্ধ এসব গাছের বাগানে ভরে গেছে দিনাজপুরের খানসামা উপজেলা। ইউক্যালিপটাস গাছ রোপণ করে অল্প সময়ে লাভবান হওয়া গেলেও ব্যাপক ভাবে বিনষ্ট হয়ে যায় পরিবেশ ও ভূ-গর্ভস্থ পানির স্তর।
দেখা গেছে, যেসব জমিতে ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়, ওইসব জমি কিংবা তার পার্শ্ববর্তী জমিতে শুষ্ক মৌসুমে ফসল উৎপাদন করা কষ্টকর হয়ে পড়ে। এমনকি ভরা বর্ষায় চারদিক পানিতে ভরে গেলেও এসব গাছের গোড়া রুক্ষ হয়ে থাকতে দেখা যায় এবং প্রতিটি ৫ বছর বয়সী গাছ দৈনিক ১৬শ লিটার পানি শোষণ করে। আর সে কারণে বাংলাদেশ বন ও পরিবেশ বিভাগ কর্তৃপক্ষ ২০০৮ সালে ইউক্যালিপটাস গাছের উৎপাদন ও বিপনন নিষিদ্ধ ঘোষণা করে।
উদ্ভিদ বিজ্ঞানীদের আবিস্কৃত ১২টি ক্ষতিকর গাছের অন্যতম ইউক্যালিপটাস মুলত মরু অঞ্চলের গাছ। এটি আশির দশক থেকে এদেশে রোপণ বেড়ে গিয়ে বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে। তাই এটির প্রসার রোধে কঠোর পদক্ষেপ না নিলে এক সময় ব্যাপক ক্ষতি সাধিত হতে পারে ভেবে এসব গাছ দিয়ে সরকারি ভাবে বনায়ন কর্মসূচি বন্ধ করা হয়েছে। অপর দিকে ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ হলেও এক শ্রেণীর নার্সারী মালিকদের সহযোগিতায় দিনের পর দিন ইউক্যালিপটাস গাছের বাগন বেড়েই চলছে। এখন খানসামার চারদিক তাকালে রাস্তা-ঘাট, জমির আইলসহ একাধিক জমিতে নিষিদ্ধ ইউক্যালিপটাসের বাগান চোখে পড়ে।
উপজেলা কৃষি অফিস সূত্র জনায়, পরিবেশ ও পানির স্তর বিনষ্টকারী এসব গাছ উপজেলার প্রায় ১০ শতাংশ জমিতে লাগানো রয়েছে এবং চলতি বছরেও বেশ কিছু জমিতে নতুন করে বাগান করা হচ্ছে।
ইউক্যালিপটাস গাছের বাগান করতে কেন আগ্রহী জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েক জন জানায়, এসব গাছ অল্প সময়ে দ্রুত বেড়ে ওঠে এবং ভালো দাম পাওয়া যায়। তাছাড়া যেসব জমিতে এই গাছ লাগানো হয়েছে তাতে ভালো ফসল চাষ হয় না।
এ ব্যাপারে খানসামা উপজেলার সামাজিক বনায়ন কর্মসূচীর ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুরুল কাদেরের সাথে কথা হলে তিনি বলেন, ২০০৮ সালের আগে যেসব গাছ লাগানো হয়েছে তা প্রায় ১০-১৫ শতাংশ হবে। তাছাড়া আমরা এসব গাছ রোপণ প্রতিরোধে লিখিত কোন ডকুমেন্ট পাইনী। তবে বর্তমানে কোন ইউক্যালিপটাস গাছ লাগানো হচ্ছে না।