• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:০২ পূর্বাহ্ন |

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

fishসিসিনিউজ: “অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশে জাতীয় সপ্তাহ পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

নীলফামারী: আজ নীলফামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মো. জাকীর হোসেন সদর উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে ব্যানার ফেস্টুইনসহ একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে  শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা  শাহ ইমাম জাফর ছাদেক এর সভাপতিত্বে আরোচনা সভায় জেলা প্রশাসক  জাকীর হোসেন, পুলিশ  সুপার জোবায়েদুর রহমান, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আজিজ, মৎস্যজীবি গেদন দাস, সামিম জাহিদ,সহিদুল ইসলামপ্রমুখ।
আলোচনা সভা শেষে সেখানে  জেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। এরা হলেন নীলফামারী সদর উপজেলার সোনারায়  ইউনিয়নের জাবেদ আলী, জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শামিম জাহিদ, ডোমার উপজেলার বামুনিয়া  ইউনিয়নের সহিদুল ইসলাম।
বক্তরা বলেন, জলাভুমি ভরাট আর মাছের খাদ্যের উচ্চমুল্যের কারনে দেশে মাছের উৎপাদনইদন দিন হ্রাস পাচ্ছে। অপর দিকে ফসলী জমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের বৃদ্ধির কারণে ৫৪টি দেশী প্রজাতীর মাছসহ আরও বেশ কিছু দেশী-বেদিশী জাতের মাছ বিলুপ্তির পথে। আর এস সবরে কারণে আমাদের বাংলাদেশে প্রয়োজনের তুলনায় বছরে আট লাখ টন মাছের ঘাটতি দেখা দিয়েছে।

দিনাজপুর: “অন্য বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসন ও মৎস্য দপ্তর’র আয়োজনে বালুবাড়ীস্থ জেলা মৎস্য অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ করে। র‌্যালি শেষে জিলা স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাসান ফেরদৌস সরকার’র সভাপতিত্বে আলেঅচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল হান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়।  আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী অন্যান্য অতিথিদের নিয়ে রামসাগর দিঘি, জেলখানা পুকুর ও পুলিশ লাইন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে । বুধবার দিবসটি পালনের জন্য উপজেলা মৎস্য অফিস  আনন্দ র‌্যালী ও বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করন। পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিউল আলম,ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,উপজেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার,সদর ইউপপি চেয়ারম্যান নুরে-শাহী ফুল,কৃষি কর্মকর্তা আকতারুজ্জান ,মৎস্য কর্মকর্তা উজ্জল হোসেন ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত সিরাজুদৌলা ও যুবলীগ সভাপতি মাস্টার আজিবর রহমান প্রমুখ ।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: “অন্ন বস্ত্র বাসস্থান-মাছ চাষে সমাধান” এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ (০২-০৮ জুলাই) উদযাপন উপলক্ষে কাহারোল উপজেলা মৎস্য দপ্তর বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল দুপুর ১২ টায় ব্যানার ফেষ্টুন সহযোগে এক বর্ণাঢ্য কাহারোল উপজেলা চত্ত্বর হয়ে বের হয়ে কাহারোল বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। পোনা অবমুক্তকরণের পর উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদঃ)মোঃ আখতারুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা এম,এ শহিদুল, মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম, ফিল্ড এ্যাসিসটেন্ট মোঃ কামাল, মৎস্য চাষী মোঃ ওহাব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষীর মাঝে পুরস্কার হিসেবে পোনা রাখার পাতিল প্রদান করেন।

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে গতকাল বুধবার র‌্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
“অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান” এ  স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকাল ৩টায় ছোট ঢেপানদীতে পোনাঅবমুক্ত করেন ও জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম । বিকাল ৩.৩০মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফরের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম,মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা আকতার, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী ও মৎস্য  চাষীগণ । স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মৎস্য  চাষীদের মাঝে জাল বিতরন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ