দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার ১৩ উপজেলার সাড়ে ৬ হাজার মসজিদে পবিত্র রমজান উপলক্ষে তারাবির নামাজ পড়া হচ্ছে। দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক আবু সৈয়দ তাহের জানান, পবিত্র রমজান উপলক্ষে জেলার ১৩ উপজেলার প্রায় সাড়ে ৬ হাজার জামে মসজিদে গত রোববার রাত থেকে খতম তারাবী শুরু হয়েছে। মসজিদের পাশাপাশি জেলার ২ শতাধিক ওয়াক্তিয়া মসজিদে সুরা তারাবীর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের মৌলিক স্তম্ভ রমযানের রোজা উপলক্ষে তারাবির সামাজ আদায় করছেন মুসলমানরা।
এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন হ্রাসকৃত মূল্যে ইসলামী বইপত্র বিক্রি, তাফসির মাহফিল, ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। রমজানের পবিত্রতা রক্ষা করে মহান রাব্বুল আলাআমিনের কাছে গুনাহ মাফের জন্য কুরআন ও হাদিসের আলোকে জীবনযাপনের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিকি ফাউন্ডেশনের উপ-পরিচালক।