• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন |

নীলফামারীতে রেল পরির্দশক ও স্টেশন মাস্টারের হাতাহাতি । পরিদর্শক হাসপাতালে

Domarসিসিনিউজ: নীলফামারীর ডোমার রেলস্টেশনে স্টেশন মাস্টারের কাছে ঘূষ চাওয়াকে কেন্দ্র করে রেলওয়ে পরির্দশক ট্রাফিক ইন্সপেক্টর অব কর্মাশিয়াল (টিআইসি) ও স্টেশন মাস্টারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে পরির্দশক ট্রাফিক ইন্সপেক্টর অব কর্মাশিয়াল বদরুল আলম আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুরে ডোমার রেলওয়ে স্টেশনের মাস্টারের কক্ষে এই ঘটনা।
প্রত্যক্ষর্দশীরা জানায়, বুধবার সকালে রেলওয়ে সান্তাহারের টিআইসি বদরুল আলম ডোমার রেলওয়ে স্টেশন পরির্দশনে আসেন। এসময় বিভিন্ন কাগজপত্র পরীক্ষাকালে ওই স্টেশনের মাস্টার আনোয়ার হোসেনের কাছে উৎকোচ দাবি করেন। দুপুরে এনিয়ে অফিস কক্ষে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এসময় টিআইসি বদরুল আলম অফিস কক্ষ থেকে বেড়িয়ে প্লাটফরম থেকে পা পিছলে রেল লাইনে পড়ে আহত হন। তাকে সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টেশন মাস্টার আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ওই কর্মকর্তা প্রতি মাসে পরিদর্শনে এসে বিভিন্ন অজুহাতে উৎকোচ দাবি করেন। উৎকোচ না দেয়ায় তিনি আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ করেছেন কর্তৃপক্ষের কাছে। তাঁর দেয়া এমন অভিযোগে আমার দুটি ইনক্রিমেন্ট স্থগিত হয়ে রয়েছে। বুধবার একই ভাবে পরিদর্শনে এসে বিভিন্ন অজুহাতে আমার কাছে ১০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। সে টাকা দিতে অস্বীকার করায় চড়াও হয়ে আমাকে কিল ঘুষি মারে। উপস্থিত লোকজন তাঁকে থামালে অফিস থেকে বেড়িয়ে যাওয়ার সময় পা পিছলে প্লাটফরম থেকে রেল লাইনে পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডক্টরস ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরত ট্রাফিক ইন্সপেক্টর অব কমার্শিয়াল বদরুল আলম মুঠোফনে উৎকোচ চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, পরির্দশকালে ষ্টেশন মাস্টারের হিসাবে ৪৯ হাজার টাকার গড়মিল পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে স্টেশন মাস্টার ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালায়। আমি মাথায় আঘাত পেয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। সুস্থ্য হওয়ার পর স্টেশন মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
ওই স্টেশনের সহকারী মাস্টার মাহবুবার রহমান বলেন, আমি সকালে ডিউটি শেষে বাড়িতে চলে এসেছি। এরপর শুনতে পাই উৎকোচ চাওয়াকে কেন্দ্র করে স্টেশন মাস্টার এবং টিআইসির মধ্যে তর্কবিতর্ক হয়েছে। এর এক পর্যায়ে টিআইসি বদরুল আলম অফিস থেকে বের হয়ে প্লাটফরমে এসে পা পিছলে নীচে পড়ে আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ