ঢাকা: বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সম্মানে এক ইফতার পার্টির আয়োজন করেছে জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সসহ বিভিন্ন পর্যায়ে কূটনীতিকদের সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
ইফতার পার্টিতে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ও কূটনীতিক কোরের ডিন শাহের মুহাম্মদ, আমেরিকার রাষ্টদূত ড্যান ডব্লিউ মোজেনা, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরী, তুরস্কের রাষ্ট্রদূত হোসাইন মুফতুগরু, মিশরের রাষ্ট্রদূত মুহাম্মদ ইজ্জত, নরওয়ের রাষ্ট্রদূত মিসেস মেরিডি ল্যানডিমো, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন জন ডেনি লুইস, বৃটেনের ডেপুটি হাইকমিশনার নিকলো, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ড. লুসিন্দা বেল, কাতারের ডেপুটি হেড অব মিশন খালিদ জাহিদ এম. আল-মাহমুদ, কানাডার ডেপুটি চিফ অব মিশন মি. ডেনিয়েল লুতফিসহ ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, ওমান, লিবিয়া, রাশিয়া, ভারত, জাপান, ভিয়েতনাম, ব্রুনাই, দক্ষিণ কোরিয়াসহ প্রভৃতি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
এতে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতে ইসলামীর দাওয়াতে সাড়া দিয়ে ইফতার মাহ্ফিলে উপস্থিত হওয়ার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চার্জ দ্যা অ্যাফেয়ার্সসহ বিভিন্ন পর্যায়ের কূটনীতিকদের ধন্যবাদ জানান।