সিসিনিউজ: চলচ্চিত্রের শীর্ষ সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির আসন্ন ২৩শে আগস্টের নির্বাচনের প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটারের সংখ্যা মাত্র ১১২ জন। এ তালিকায় নেই অতীতের অনেক পরীক্ষিত নেতার নাম। সমিতিকে একাধিক সময় নেতৃত্ব দিয়েছেন এমন কিছু নেতাও এবার ভোটার হতে পারেননি ছবি নির্মাণ না করার কারণে। কেউ কেউ আমমোক্তারনামা জটিলতার কারণে ভোটার হতে পারেননি। ভোটার হতে না পারা মানেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা। অবশ্য এরই মধ্যে আমমোক্তার সংক্রান্ত জটিলতার কারণে ভোটার হতে না পারাদের কেউ কেউ আপিলও করেছেন। নির্বাচন কমিশন তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর জানা যাবে তাদের অবস্থান। তবে প্রাথমিক ভোটার তালিকায় স্থান পাননি এমন কিছু প্রভাবশালী নেতাকে নিয়ে কাকরাইলের সিনেমাপাড়া এখন মুখর। এরা হলেন মোহাম্মদ হোসেন, ওস্তাদ জাহাঙ্গীর আলম, এজে রানা, মোহাম্মদ হোসেন জেমী, ড্যানি সিডাক ও ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন ছবি নির্মাণ থেকে দূরে সরে থাকার কারণে এবার ভোটার হতে পারেননি চলচ্চিত্র প্রযোজক সমিতির একাধিকবারের সফল দুই সভাপতি আজিজুর রহমান বুলি ও নাসিরউদ্দিন দিলু। একবারের সফল সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জলও ভোটার হতে পারেননি। একবারের সভাপতি গাজী মাজহারুল আনোয়ার ও হাজী শাহাদাৎ হোসেন বাদশা দু’জনেই বাদ পড়েছেন ভোটার তালিকা থেকে। বাদ পড়েছেন সমিতির অতীতে নেতৃত্বে থাকা রানা হামিদ, মোহাম্মদ নিশানসহ অনেকেই। মৃত্যুজনিত কারণে ভোটার তালিকায় নেই নাজিমউদ্দিন চেয়ারম্যান, মো. মিজানুর রহমান দিপু ও মনির হোসেন। অবশ্য বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্তাব্যক্তিদের মধ্যে যারা নিয়মিত ছবি বানান, তারা সবাই ভোটার হয়েছেন। এদের মধ্যে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান (মেসার্স মাল্টিমিডিয়া প্রোডাকশন লি.), চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর (ইমপ্রেস টেলিফিল্ম লি.), একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম উল্লেখযোগ্য। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে নেতৃত্ব দিয়েছেন এবং এবারও ভোটার হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- মাসুদ পারভেজ, কেএমআর মঞ্জুর, দেলোয়ার জাহান ঝন্টু, মনোয়ার হোসেন ডিপজল, কামাল মো. কিবরিয়া লিপু, সাইদুর রহমান মানিক, শরীফউদ্দিন খান দিপু, খোরশেদ আলম খসরু, মো. রফিকউদ্দিন, মনতাজুর রহমান আকবর, আতিকুর রহমান লিটন, শামসুল আলম, আরিফ আল আশ্রাফ, মোশারফ হোসেন তুলা, মেহেদী হাসান সিদ্দিকী মনিরসহ অনেকেই। প্রতিষ্ঠিত পুরনো প্রযোজকদের মধ্যে নিয়মিত ছবি নির্মাণ করছেন এবং ভোটার হচ্ছেন মনোয়ারা ফিল্মসের কর্ণধার আবদুল আলিম ও পরিচালক কাজী হায়াৎ। এবারও তারা ভোটার হয়েছেন। চিত্রনায়ক অনন্ত জলিল ও কাজী মারুফ, কণ্ঠতারকা ফেরদৌস ওয়াহিদ প্রযোজক হিসেবে ভোটার হয়েছেন। সহযোগী সদস্য হিসেবে ভোটার হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। নতুন হিসেবে ভোটার হয়ে আলোচনার মধ্যে আছেন চিত্রনায়িকা রত্না, মো. ইকবাল হোসেন জয়, সরদার সানিয়াত হোসেন এবং পরিচালক এফ আই মানিক। তবে অন্যান্য বছরের তুলনায় ভোটার সংখ্যা কম হওয়ায় নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য বেশ সহজ হবে বলে চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন।