• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

টেন্ডুলকারকে চেনেন না শারাপোভা!

sharapovaসিসি ডেস্ক: রুশ দেশে ক্রিকেটটা কল্কে পায়নি। যুক্তরাষ্ট্রেও না। রাশিয়ায় জন্ম নিয়ে মার্কিন মুলুকে থিতু হওয়া মারিয়া শারাপোভা তাই নাও চিনতে পারেন শচীন টেন্ডুলকারকে। তবে খবরটা শুনে টেন্ডুলকার কষ্ট পেতেই পারেন। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে শারাপোভার জয় যে তিনি নিজে গ্যালারিতে বসে দেখেছেন।
গত শনিবার উইম্বলডনে শারাপোভা দর্শক হিসেবে পেয়েছিলেন দুই খেলার দুই সাবেক মহা তারকাকে। টেন্ডুলকারের পাশাপাশি এসেছিলেন ডেভিড বেকহামও। তবে বেকহামকে চিনতে পারলেও টেন্ডুলকারকে চেনেননি এই রুশ-নন্দিনী।
ক্রিকেটের খবর ঠিকমতো না রাখলে টেন্ডুলকারকে অনেকেই নিশ্চয়ই চেনে। বাংলাদেশে ফর্মুলা ওয়ান তেমন জনপ্রিয় না হলেও মাইকেল শুমাখারের নাম নিশ্চয়ই জানেন ক্রীড়া-প্রেমীরা।
সেদিন ম্যাচ শেষে শারাপোভাকে জানানো হয় বেকহাম গ্যালারিতে ছিলেন। নিয়মিত তাঁর খেলা দেখছেন। অন্য খেলার তারকারা তাঁকে কতটা অনুপ্রাণিত করে জানতে চাইলে শারাপোভা বলেন, ‘অন্য খেলার অনেক খেলোয়াড়কেই আমি শ্রদ্ধা করি। সবগুলো খেলাই আলাদা ধরনের হলেও আমাদের মধ্যে অনেক মিলও আছে। প্রতিশ্রুতি আর আত্মত্যাগের দিক দিয়ে সব ক্রীড়াবিদই সমান।’
বেকহাম সম্পর্কে জানতে চাওয়া হলে বলেন, ‘তাঁর সঙ্গে লস অ্যাঞ্জেলেসে বেশ কবার দেখা হয়েছে। লন্ডনেও। আমরা আগেও সাক্ষাত্ করেছি। তিনি অসাধারণ মানুষ। অবিশ্বাস্য ফুটবলারই শুধু ছিলেন না, এর বাইরেও ক্যারিয়ারে অনেক কিছু করেছেন। পরিবার ছাড়াও মাঠের বাইরের সব কিছু দারুণভাবে সামলেছেন। আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়তো নেই। তবে দেখা হলে শুভকামনা বিনিময় তো হয়ই।’
এর পরই জানতে চাওয়া হয়, টেন্ডুলকারকেও তিনি চেনেন কিনা। শারাপোভা এর উত্তরে বলেন, ‘না, আমি চিনি না।’ সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ