ঝিনাইদহ: জেলা শহরের কোটপাড়ায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট গোলাম রসুলের বাসায় ডাকাতি হয়েছে। এতে আহত হয়েছেন ওই সেনা সার্জেন্ট ও তার স্ত্রী মরিয়ম বেগম। এসময় প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে।
বৃহস্পতিবার রাত একটার দিকে এ ঘটনা ঘটেছে।
আহত মরিয়ম বেগম জানান, রাত একটার দিকে ৫/৬ জনের একদল মুখোশধারী ডাকাত ভেন্টিলেটার ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা তাকে ও তার স্বামীকে বেধড়ক মারপিট করে আহত করে। এরপর তারা ৩টি মোবাইল ফোন, স্বর্ণের কানের দুল, চেন ও নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সদর থানার উপ-পরিদর্শক ইমদাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের অবস্থা আশঙ্কাজনক।