লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক পারাপারে অনুমতি না দেয়ায় বুধবার মধ্য রাতে আবারো ব্যারাজের কর্মচারীদের উপর হামলা করেছে ট্রাক শ্রমিকরা। এ সময় তারা স্কেল অফিস ভাংচুর করে একটি কম্পিউটার লুট করে নিয়ে যায়। ওই হামলায় পাউবো’র দুই স্কেল অপারেটরসহ ৫ জন আহত হয়েছে।
তিস্তা ব্যারাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের উপর দিয়ে ২০ টনের বেশি পণ্যবাহী ট্রাক পারাপার নিষিদ্ধ রয়েছে। কিন্তু বুধবার রাতে একদল ট্রাক শ্রমিক ২০ টনের বেশি ট্রাক পারাপারের চেষ্টা করেন। এতে বাধা দেয়া হলে তারা স্কেল অফিসে হামালা চালায়। এ সময় ওই অফিসে ব্যাপক ভাংচুরসহ তারা একটি কম্পিউটার লুট করে নিয়ে যায়। হামলায় স্কেল অপারেটর মনির ও হাফিজসহ ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ ও আনসারের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া শাখা’র নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারী ট্রাক শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।