• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৪:৩৫ পূর্বাহ্ন |

রাজারহাটে নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা

Rajarhat News Pic-03-07-14রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগ-এর সহযোগিতায় নারী উন্নয়ন ফোরাম গঠন বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন-স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক, মিনু শীল। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-রংপুর বিভাগীয় পরিচালক মিনু শীল। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় মো. মুসা, ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসি বীথি, মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা খাতুন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা আশুতোষ রায় প্রমূখ। পরে সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোরাইশি লায়লা ফেরদৌসি বীথিকে সভাপতি ও  মহিলা ইউপি সদস্যা মোছা. নাজমা বেগমকে সাঃ সম্পাদিকা নির্বাচন করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ