• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন |

এইডস রোগীকে বিয়ে করতে সম্মত ৫ সৌদি নারী

AIDSসিসিডেস্ক: পরিবারের অনুমতিক্রমে সুস্থ পাঁচ সৌদি নারী মরণব্যাধি এইডস আক্রান্ত রোগীকে বিয়ে করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। ইতিপূর্বে যাদের বিয়ে স্বাস্থ্যবিধি মোতাবেক আটকে দেয়া হয়েছিলো।

সৌদি সোসাইটি ফর কমবেটিং এইডস এর নির্বাহী পরিচালক মুসা হায়েজিয়া সম্প্রতি মক্কার স্থানীয় একটি পত্রিকার মাধ্যমে এই আশ্চর্যজনক খবরটি নিশ্চিত করেন।

হায়েজিয়া জানান, সংস্থার রেজিস্ট্রারে বর্তমানে নিবন্ধিত এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ৭০০। সংস্থাটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৪০ জন এইডস আক্রান্ত নারী এবং পুরুষের বিবাহ দিতে সক্ষম হন বলেও জানান হায়েজিয়া।

তিনি বলেন, আরো ৫০ জন এইডস আক্রান্ত রোগী বিবাহের জন্য অপেক্ষমাণ রয়েছেন।

তিনি আরো জানান, বিবাহ সম্পন্ন হওয়াদের মধ্যে ৯৫ ভাগ দম্পতি সফল এবং স্বাভাবিক জীবন যাপন করছেন।

এই সংস্থার নিবন্ধিত এইডস আক্রান্ত রোগীদের বিবাহের জন্য আবেদনকৃত নারীদের মধ্যে বেশিরভাগই যুবতী। এই আবেদনের পেছনে বয়স, জাতীয়তা, সামাজিক অবস্থান এবং সর্বোপরি তালাকপ্রাপ্ত হওয়াটা মূল কারণ বলে যোগ করেন হায়েজিয়া।

সংস্থার নিবন্ধিত রোগীদের মধ্যে একজন হচ্ছেন সৌদি ছাত্র, যাকে ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিংয়ের ওপর উচ্চতর ডিগ্রি গ্রহণের জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। তবে অস্ট্রেলিয়া যাওয়ার পর ২০০৯ সালে তার এই রোগ ধরা পড়ে। এই খবরটি ছিল ওই ছাত্রের জীবনের জন্য বড় একটি ধাক্কা। তবুও তিনি তার ছাত্রত্ব রক্ষা করার জন্য অস্ট্রেলিয়াস্থ সৌদি দূতাবাসের কাছে বিষয়টি গোপন রাখেন। পরবর্তী সময়ে যেকোনোভাবে তার অভিবাবকদের বিষয়টি অবহিত করেন এবং তার বাবা-মা আর ভাইকে বিষয়টি বুঝিয়ে বলেন। তারা বিষয়টি উপলব্ধি করেন এবং স্বাভাবিকভাবে গ্রহণ করেন।

তিনি জানান, রোগ ধরা পড়ার পর প্রথমদিকে অস্ট্রেলিয়ার একটি দাতব্য প্রতিষ্ঠান তার ওষুধের খরচ বহন করে। কিন্তু অস্ট্রেলিয়া সরকার নিজ দেশের নাগরিক ছাড়া অন্য কোনো দেশের নাগরিকদের বিনামূল্যে এইডসের চিকিৎসা দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তার এই খরচটি বন্ধ করে দেয় ওই দাতব্য প্রতিষ্ঠানটি। অতঃপর তিনি উপায়ন্তর না পেয়ে বিষয়টি স্থানীয় সৌদি দূতাবাসকে অবহিত করলে দূতাবাস তার উচ্চতর ডিগ্রি সম্পন্ন না হওয়া পর্যন্ত চিকিৎসা খরচ বহন করতে রাজি হয়।

উচ্চতর ডিগ্রি সম্পন্ন হওয়ার পর তিনি সৌদি আরবে ফিরে আসা নিয়ে ভয় পাচ্ছিলেন। এখানে এসে ভালো চাকরি খুঁজে পাওয়া এবং বিয়ে করাটা তার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে বলে ভাবছিলেন। বেশিরভাগ এইডস আক্রান্ত রোগী হাসপাতালগুলোতে চিকিৎসা ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। যখন হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন রোগীটি এইডসে আক্রান্ত তখন তারা আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা দিতে অপারগতা প্রকাশ করেন। যোগ করেন হায়েজিয়া।

তবে বিভিন্ন কারণে রোগীরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন না বলেও জানান তিনি।

হায়েজিয়া আরো জানান, বেশির ভাগ কোম্পানিই এইডস আক্রান্তদের চাকরি দিতে অপারগতা প্রকাশ করেন এই বলে যে, তাদের প্রায়ই বেডরেস্টে থাকতে হয় এবং ওষুধের ওপর থাকতে হয়।

উৎসঃ   নতুনবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ