খেলাধুলা ডেস্ক: দুদিন বিরতি শেষে আবার মাঠে গড়াচ্ছে বল। শুক্রবার ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামতে মুখিয়ে আছে ব্রাজিল, কলম্বিয়া, জার্মানি ও ফ্রান্স। দিনের প্রথম ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। রিও ডি জেনেরিওতে জার্মানি মুখোমুখি হবে ফ্রান্সের। আর ফোর্তালেজায় রাত দুইটায় স্বাগতিক ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। এর আগে মোট ২৫ বার ফ্রান্স এবং জার্মানি মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১১টিতে ফ্রান্স এবং আটটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে জার্মানি। বাকি ছয়টি ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়া।
বিশ্বকাপে তিনবারের দেখায় দুদলই সমানে সমান। একটি করে জয় পেয়েছে, বাকি ম্যাচে ড্র করেছে। এবার ব্রাজিল বিশ্বকাপে দুদলই দারুণ শুরু করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
গ্রুপপর্বে ফ্রান্স হন্ডুরাসকে ৩-০, সুইজারল্যান্ডকে ৫-২ এবং ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্র করে। নকআউট পর্বে তারা নাইজেরিয়াকে ২-০ ব্যবধানে হারায়। বিপরীতে জার্মানিও এবার দাপট দেখিয়ে চলেছে। গ্রুপপর্বে তারা পর্তুগালকে ৪-০, ঘানার সঙ্গে ২-২ গোলে ড্র এবং যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে পরাজিত করে। নকআউট পর্বে আলজেরিয়াকে ২-১ ব্যবধানে হারায়। ফ্রান্স এবং জার্মানির লড়াইকে বৃহৎ অর্থে বলা হচ্ছে, নেপোলিয়ন এবং হিটলারের লড়াই। বাস্তবিক মাঠে দেশঁর এবং জোয়াকিম লোর যুদ্ধ। দুই কোচই যে দলকে এনে দিতে চান স্বপ্নের শিরোপা।
অন্যদিকে, এর আগে মোট ২৫ বারের মুখোমুখিতে ব্রাজিল কলম্বিয়াকে হারিয়েছে ১৫ বার। দুটিতে জয় পেয়েছে কলম্বিয়া আর আটটি ম্যাচের ফল থেকেছে শূন্য। বিশ্বকাপে এই দুদল এবারই প্রথম মুখোমুখি হচ্ছে। গ্রুপপর্বে ব্রাজিল ক্রোয়েশিয়াকে ৩-১, মেক্সিকোর সঙ্গে গোল শূন্য ড্র আর ক্যামেরুনকে ৪-১ গোলে উড়িয়ে দেয়। নকআউটে চিলিকে তারা টাই-ব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে।
বিপরীতে গ্রুপপর্বে কলম্বিয়া গ্রিসকে ৩-০, আইভরিকোস্টকে ২-১ এবং জাপানকে ৪-১ ব্যবধানে পরাজিত করে। আর নকআউটে উরগুয়েকে ২-০ ব্যবধানে উড়িয়ে দেয়। শুক্রবার একই দিনের দুটি ম্যাচ নিয়ে ফুটবল ভক্তদের রুদ্ধশ্বাস অবস্থা! কারা থাকবে, কারা চলে যাবে? ফ্রান্স? জার্মানি? নাকি গোটা দেশকে শোকে মূহ্যমান করে দিয়ে ব্রাজিল?
আয়োজনকারী দেশের জাতীয় অন্তরাত্মা পুরোটাই গচ্ছিত ব্রাজিল-কলম্বিয়া লড়াইয়ে। রিও-র ফুটপাথ থেকে শুরু করে গোটা দেশে যে পরিমাণ হলুদে রাঙা অবিশ্বাস্য ফুটবল-ডেকরেটিং হয়েছে, তাতে হামেস রদ্রিগেজের একটা বাঁ-পায়ের ভলি অমাবস্যা নামিয়ে না দেয়, এই চিন্তায় গোটা ব্রাজিল আগাম উৎকণ্ঠিত।
কিন্তু ফোর্তালেজার লড়াইয়ের সঙ্গে আবেগ, চোখের জল আর সাম্বা যতই জড়িত থাক, প্রকৃত বিশ্বযুদ্ধ শুক্রবার মারাকানায়! এমন একটা জঙ্গি ঝঙ্কার এ দিন দুদলের প্রস্তুতি আর প্রেস কনফারেন্স থেকে উঠে এল, তাতে মনে হচ্ছে কাল এক দিকে বোধহয় হিটলার আর এক দিকে নেপোলিয়ন গোলপোস্ট থেকে গোলপোস্টে সৈন্য পরিচালনা করবেন। হলেনই বা তারা দুটো ভিন্ন সময়ের।
ফরাসি গোলকিপার হুগো লরিসকে জিজ্ঞেস করা হলো, এমন সব দাউদাউ করা ইতিহাসের পাতা জড়িত আছে দুদেশের রাজনৈতিক সম্পর্ক আর সংঘাতের সঙ্গে। ফুটবল তো সেখানে চুনোপুঁটি। চিন্তা হচ্ছে না, ইতিহাসের এমন ভার নিয়ে মাঠে নামতে হবে বলে?
দলের এই অধিনায়ক গোটা দেশের স্বপ্নের বাহকের মতোই উত্তর দিলেন, ‘পুরনো পাতা দিয়ে কী হবে, কাল ইতিহাসের নতুন পাতা আমরা লিখব।’ এ সময় তার পাশে বসা ছিলেন কোচ দিদিয়ের দেশঁম। ব্রাজিল বিশ্বকাপে অন্তত পরিসংখ্যান বিচারে সফলতম কোচ। ক্যাপ্টেনের কথায় তিনি অনুমোদনের ভঙ্গিতে ঘাড় নাড়লেন।
জোয়াকিম লোর জার্মানিও যে ছেড়ে কথা বলবেন না। তার টিমে আছে মুলার। ক্লোসার মত দারুণ সব অস্ত্র এবং এখন পর্যন্ত তারা তাদের বারুদ ম্যাচে ঝরিয়েছেন।
ব্রাজিল বিশ্বকাপ ১২ জুন থেকে ২ জুলাইয়ে বলা চলে শেষ হয়ে গেছে। শুক্রবার, ৪ জুলাই থেকে আর ফুটবল প্রতিযোগিতা হচ্ছে না। এবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। আর সে যুদ্ধের প্রথম দামামা বাজবে নেপোলিয়ন বনাম হিটলারের মধ্যে রিও ডি জেনেরিও-তে!