• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৫ অপরাহ্ন |

মৌমাছিরা চিনবে ক্যানসার

BEEসিসি ডেস্ক: গন্ধবিচার করবে মৌমাছিরা। না, কোন ফুল বা ফলের বা মধুর গন্ধ না, মৌমাছিরা চিনবে ক্যান্সারের প্রাথমিক ধাপের গন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পতঙ্গ গবেষণাগারের গবেষকরা দাবি করেছেন প্রয়োজনীয় ট্রেনিং দিলে মৌমাছিরা সহজেই ক্যান্সারের গন্ধ বিচার করতে পারবে।

পর্তুগীজ গবেষক সুসানা সোয়ারেস এমন এমটি কাচের যন্ত্র তৈরি করেছেন যার দুটি কুঠরি। ছোট কুঠরিতে রোগীর নিঃশ্বাস ও অন্য কুঠরিতে প্রশিক্ষণপ্রাপ্ত মৌমাছিরা থাকবে। যদি মৌমাছিরা ক্যান্সার রোগীদের গন্ধ যুক্ত নিঃশ্বাসের সঙ্গে আগে থেকে পরিচিত হয় তাহলে ছোট চেম্বারের দিকে উড়ে যাবে। আর নিঃশ্বাসের মধ্যে ক্যান্সারের গন্ধ না থাকলে মৌমাছিরা নিজেদের চেম্বারেই থেকে যাবে।

মৌমাছিদের গন্ধ চেনার বিশেষ ক্ষমতাকে কাজে লাগিয়ে এই পরীক্ষা করা হয়। মানুষরা ক্যান্সারের পৃথক গন্ধকে চিনতে পারে না। কিন্তু মৌমাছিরা গন্ধ বুঝতে পারে আর সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে চিনি খাইয়ে ক্যান্সারের গন্ধের সঙ্গে পরিচিত করালে তারা সেই গন্ধকে কোনও খাবারের গন্ধ বলে মনে করে। তাই সেই গন্ধের দিকে ছুটে যায়, এভাবেই ক্যান্সার বুঝতে পেরে যত দ্রুত সম্ভব তার থেকে মানুষকে বাঁচানো যাবে।

সূত্র: কলকাতা ২৪x৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ