রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে পুর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষরা অর্ধ শতাধিক বিভিন্ন প্রজাতির চারাগাছ কর্তনসহ দিবালোকে পুকুর থেকে মাছ লুটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, উপজেলার চাকিরপশার ইউপি’র নাককাটীহাট এলাকার আনসার ব্যাটালিয়নে চাকুরিরত হামিদুল ইসলামের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৫) এর সঙ্গে শরিফুল ইসলাম (২৭) গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হামিদুলের পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তির পুকুর পাড়ে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধ শতাধিক চারাগাছ ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ শরিফুল গংরা। এ সময় হামিদুলের পুকুরের মাছ জাল ফেলে ধরতে গেলে তার স্ত্রী নিলুফা ইয়াসমিন বাধা দিতে গেলে ওই এলাকার সন্ত্রাসী পিতা-মৃত. আব্দুল লতিফের পুত্র শরিফুল ইসলাম (২৭) ও রফিকুল ইসলামের পুত্র রোম্মান ইসলাম ওরফে বাবু (২২) নিলুফা ইয়াসমিনের উপর হামলা চালিয়ে তার শ্লীলতাহানী ঘটায়। নিলুফা ইয়াসমিন বলেন, গত ৮ জুন’১৪ইং জমি-জমা বিবাদের জের ধরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষকে নিয়ে মিমাংসা করার লক্ষে শালীস বৈঠকে বসলেও প্রতিপক্ষ শরীফুল গংরা তা না মেনে উল্টো আমাকে হত্যার হুমকি দেয়। নিলুফা ইয়াসমিনের স্বামী বর্তমানে রাঙ্গামাটি জেলায় আনসার ব্যাটালিয়নে কর্মরত। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ৩ কন্যা সন্তানকে নিয়ে প্রতিপক্ষের অব্যাহত হুমকি মুখে বসবাস করছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এম ময়নুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।