খেলাধুলা ডেস্ক: কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো স্বাগতিক ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই ছিল ব্রাজিলের একক অধিপত্য। এই ম্যাচের মধ্যদিয়েই যেন নিজেদের ‘সাম্বা’ ছন্দ ফিরে পেলো ব্রাজিল। স্বাগতিকদের হয়ে গোল করেন দুই ডিফেন্ডার থিয়েগো সিলভা ও ডেভিড লুইজ। অপরদিকে ম্যাচের শেষ দিকে কলম্বিয়ার একমাত্র গোলটি পেলান্টি থেকে।
সেমিফাইনালে উঠার লক্ষ্যে বাংলাদেশ সময় রাত ২টায় টুর্নামেন্টে দুর্দান্ত খেলতে থাকা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক ব্রাজিল। ব্রাজিলের ফরতালেজায় অনুষ্ঠিত এই ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ শুরুতেই নিয়ে নেয় নেইমাররা। ম্যাচের প্রথম থেকেই স্বাগতিকদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কলম্বিয়া। শেষ দিকে কলম্বিয়ানদের আক্রমণভাগ কিছু ঝলক দেখালেও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক ব্রাজিল। এইদিন কলম্বিয়ান গোলরক্ষক অসাধারণ কিছু সেভ করে দলকে বড় হারের হাত থেকে বাঁচান।
প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা ব্রাজিল শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন অধিনায়ক থিয়েগো সিলভা। নেইমারের নেওয়া কর্নার কিক থেকে ডি-বক্সের ভিতর থেকে চলতি বিশ্বকাপের প্রথম গোলটি আদায় করে নেন ব্রাজিলিয়ান দলের ডিফেন্স ভরাসা সিলভা।
ম্যাচের ১৮ মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু নেইমারের নেওয়া কর্নার কিক থেকে অস্কার জোরালো শট করলে তা প্রতিহত হয় কলম্বিয়ার ডিফেন্সে। এর এক মিনিট পর কলম্বিয়াকে সাক্ষাত গোল হজম করা থেকে বাঁচান গোলরক্ষক। নেইমারের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে গোলমুখে বুলেট গতির শট নেন হাল্ক। কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক তা দুর্দান্ত ভাবে ঠেকিয়ে দিলে বল পেয়ে যান অস্কার। বল পেয়ে অস্কার দূর পাল্লার দারুণ এক শট নিলে তা অসাধারণ দক্ষতায় লুফে নেন কলম্বিয়ার গোলরক্ষক।
ম্যাচের ২৭ মিনিটে হাল্ককে আবারো গোল বঞ্চিত করেন কলম্বিয়ান গোলরক্ষক। ম্যাচের ৩৪ মিনিটে ফ্রি-কিক পেয়ে যায় কলম্বিয়া। কিন্তু জেমস রদ্রিগেজের নেওয়া ফ্রি-কিকটি সহজেই লুফে নেন জুলিও সিজার।
এরপর ম্যাচের ৪৩ মিনিটে ব্রাজিলের হয়ে নেইমার দুর্দান্ত একটি ফ্রি-কিক নিলে তা সাইট বারের সামান্য পাশ দিয়ে চলে যায়। আক্রমণের পর অক্রমণ করেও গোল না পাওয়াতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় স্বাগতিক ব্রাজিলকে। বিরতিতে যাওয়ার আগে ব্রাজিলের সাম্বা ছন্দের কাছে পাত্তাই পায়নি কলম্বিয়া। এই সময় ব্রাজিলের আক্রমণ ঠেকাতেই ব্যস্ত থাকতে দেখা গেছে কলম্বিয়ানদের।
বিরতি থেকে ফিরে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে রদ্রিগেজের কলম্বিয়া। কিন্তু ব্রাজিলের দলগত পারফরম্যান্সে তা আর সম্ভব হয়নি। ম্যাচের ৫৩ মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। কিন্তু মার্সেলোর নেওয়া ক্রসে হেড করতে ব্যর্থ হয় ফ্রেড।
আক্রমণভাগের একের পর এক আক্রমণেও গোল সংখ্যা না বাড়লেও ডিফেন্ডার ডেভিড লুইজের দুর্দান্ত এক গোলে ম্যাচের ৬৯ মিনিটে আবারো এগিয়ে যায় ব্রাজিল। মাঝমাঠের কিছু পর থেকে ফ্রি-কিকে অসাধারণ এক গোল করে স্বাগতিকদের ২-০ তে এগিয়ে নেন ডিফেন্ডার লুইজ।
এর ঠিক তিন মিনিট পর নেইমারের দারুণ একটি শট সাইট বারের সামান্য পাশ দিয়ে চলে যাওয়ায় গোল বঞ্চিত হয় ব্রাজিল। এরপর ম্যাচে ৭৯ মিনিটে ব্রাজিলের বিপক্ষে বিতর্কিত পেলান্টির সিদ্ধান্ত দেন রেফারি। প্রতিপক্ষের খেলোয়াড় ডি-বক্সের ভিতরে বল নিয়ে ঢুকলে তা ক্লিয়ার করতে এগিয়ে যায় জুলিও সিজার। এরপর কলম্বিয়ান খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা খেলে দুজনই মাটিতে পড়ে যান। আর সঙ্গে পেলান্টির বাঁশি বাজান রেফারি।
পেলান্টি থেকে গোল করতে ভুল করেননি কলম্বিয়ান মিডফিল্ডার হাসেম রদ্রিগেজ। এই গোলের ফলে টুর্নামেন্টে ৬ গোল হয়ে গেল কলম্বিয়ান তারকার। চারটি করে গোর করে তার পেছনে মেসি, নেইমার ও মুলার।
কলম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের দিনে ব্রাজিলের সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের চোট। ম্যাচের শেষ দিকে কলম্বিয়ান ডিফেন্ডার জোয়ান জুনিগা হাঁটু দিয়ে নেইমারের কোমরে আঘাত করেন। ফলে তাৎক্ষণিকভাবে স্ট্রেচারে শুয়ে মাঠই ছাড়তে হয় তাকে। স্ট্রেচারের মাধ্যমে দ্রুত নেইমারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। এরপর অবস্থা গুরুতর মনে হলে সরাসরি তাকে হাসপাতাল স্থানান্তর করা হয়।
এখন পর্যন্ত নেইমারের আহতের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।