• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

গোপন তথ্য ফাঁস: সিরিয়ার বিদ্রোহীদের নিয়ে ব্রিটেনের পরিকল্পনা

83617_1 আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় আসাদ সরকারের পতনে এক লক্ষ বিদ্রোহী যোদ্ধাকে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র দেয়ার পরিকল্পনা করেছিল ব্রিটেন। দুই বছর আগে নেয়া গোপন এই পরিকল্পনার কথা সম্প্রতি ফাঁস হয়ে যায়। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি।

সম্প্রতি বিবিসি’র ‘নিউজনাইট’ নামক সংবাদভিত্তিক একটি টক শোতে এই গোপন পরিকল্পনার কথা প্রকাশ করা হয়। গোপন পরিকল্পনার কথা ফাঁস করেন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্রিটিশ কয়েকজন কর্মকর্তা।

ব্রিটেনের এই পরিকল্পনাটি ছিল জেনারেল স্যার ডেভিড রিচার্ডসের। তার এই পরিকল্পনায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও মার্কিন কর্তৃপক্ষও সায় দিয়েছিলেন। কিন্তু তার এই পরিকল্পনাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছিল।

তবে, ব্রিটিশ সরকার এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি। ডেভিড রিচার্ডের যুক্তি হচ্ছে, এর মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিহত হওয়া বন্ধ করা যেত। কেননা, তখন বিদ্রোহী যোদ্ধারা তখন সরকারি সেনাদের সাথে যুদ্ধে লিপ্ত থাকতেন।

হোয়াইট হল সূত্রে জানা গেছে, ডেভিড রিচার্ডের এই পরিকল্পনাটি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিয়েভের অনুমোদন লাভ করার পর তা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে পাঠানো হয়।

এ ছাড়া, এ পরিকল্পনাটি মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্তৃপক্ষকে জানানো হয়। তৎকালীন মার্কিন সেনাবাহিনীর জেনারেল মার্টিন ডেম্পসি পরিকল্পনাটি সম্পর্কে জানতেন।

এই পরিকল্পনার বিষয়টি এমন এক সময় ফাঁস হলো যখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে জানিয়েছেন, সিরিয়ার বিদ্রোহীদের সহায়তার জন্য তিনি ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে চেয়েছিলেন।

ফাঁস করা তথ্যে জানা গেছে, রিচার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানান যে, সিরিয়ার গৃহযুদ্ধের অবসানে কেবল দুটি পথ খোলা রয়েছে। একটি হচ্ছে আসাদের বিজয়, অপরটি আসাদের পরাজয়।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ