সম্প্রতি বিবিসি’র ‘নিউজনাইট’ নামক সংবাদভিত্তিক একটি টক শোতে এই গোপন পরিকল্পনার কথা প্রকাশ করা হয়। গোপন পরিকল্পনার কথা ফাঁস করেন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্রিটিশ কয়েকজন কর্মকর্তা।
ব্রিটেনের এই পরিকল্পনাটি ছিল জেনারেল স্যার ডেভিড রিচার্ডসের। তার এই পরিকল্পনায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও মার্কিন কর্তৃপক্ষও সায় দিয়েছিলেন। কিন্তু তার এই পরিকল্পনাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছিল।
তবে, ব্রিটিশ সরকার এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি। ডেভিড রিচার্ডের যুক্তি হচ্ছে, এর মাধ্যমে বেসামরিক নাগরিকদের নিহত হওয়া বন্ধ করা যেত। কেননা, তখন বিদ্রোহী যোদ্ধারা তখন সরকারি সেনাদের সাথে যুদ্ধে লিপ্ত থাকতেন।
হোয়াইট হল সূত্রে জানা গেছে, ডেভিড রিচার্ডের এই পরিকল্পনাটি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিয়েভের অনুমোদন লাভ করার পর তা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে পাঠানো হয়।
এ ছাড়া, এ পরিকল্পনাটি মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্তৃপক্ষকে জানানো হয়। তৎকালীন মার্কিন সেনাবাহিনীর জেনারেল মার্টিন ডেম্পসি পরিকল্পনাটি সম্পর্কে জানতেন।
এই পরিকল্পনার বিষয়টি এমন এক সময় ফাঁস হলো যখন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে জানিয়েছেন, সিরিয়ার বিদ্রোহীদের সহায়তার জন্য তিনি ৫০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে চেয়েছিলেন।
ফাঁস করা তথ্যে জানা গেছে, রিচার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানান যে, সিরিয়ার গৃহযুদ্ধের অবসানে কেবল দুটি পথ খোলা রয়েছে। একটি হচ্ছে আসাদের বিজয়, অপরটি আসাদের পরাজয়।
সূত্র: বিবিসি