• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন |

নেইমারের বিশ্বকাপ শেষ

Neymarখেলাধুলা ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠেছে। কিন্তু বিশ্বকাপ শেষ হয়ে গেছে দলের প্রধান খেলোয়াড় নেইমারের। শুক্রবার কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি মেরুদণ্ডের সন্ধিস্থলে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন। এখন তিনি ফর্টালেজা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টিম চিকিৎসক রদ্রিগো ল্যাসমার ব্রাজিলিয়ান টিভিকে নিশ্চিত করেছেন, নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে।
তিনি বলেন, খবরটা এই মুহূর্তে দেয়া সহজ নয়। তবে এটাই সত্য যে নেইমার বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। তিনি বলেন, পরীক্ষায় নেইমারের তৃতীয় কশেরুকার কাছে ফ্রাকচার দেখা গেছে। অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। তবে ব্যথা নিয়ন্ত্রণ কঠিন। এক সপ্তাহের মধ্যে সুস্থ হওয়া সম্ভব হবে না।
তিনি বলেন, তার অব্যাহত চিকিৎসা প্রয়োজন। এতে করে ব্রাজিলের কোচ ফিলিপে স্কোলারির জন্য আতঙ্ক সৃষ্টি হয়েছে। কার্ডের কারণে অধিনায়ক থিয়াগো সিলভা মঙ্গলবার  জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারবেন না। এখন নেইমারও না থাকলে স্বাগতিক দলের অবস্থা বেশ করুণ হয়ে পড়তে পারে।
বেপরোয়া জুয়ান জুনিগার চ্যালেঞ্জে আহত হয়ে মাঠ  ছেড়েছিলেন নেইমার। তবে জুনিগা জানিয়েছেন, নেইমারকে আঘাত দেয়ার কোনো ইচ্ছা তার ছিল না। তিনি নিয়মসম্মতভাবেই তাকে আটকানোর চেষ্টা করেছেন। এই বিশ্বকাপে নেইমার তার পাঁচ ম্যাচে চারটি গোল করেছেন।
সূত্র : গোল ডট কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ