সিসিনিউজ: নিজের মা’কে ঢাকা থেকে মেহেরপুরগামী একটি নৈশ কোচের ভিতর ফেলে রেখে পালিয়ে গেছে ছেলে। অসহায় বুদ্ধি প্রতিবন্ধী এ নারী বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার সকালে ঢাকা থেকে মেহেরপুরে আসা মেহেরপুর ডিলাক্স পরিবহণ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তিনি কথা বলতে পারছেন না। ফলে তার ঠিকানাও জানা যাচ্ছে না। তার ডান হাতটিও প্যারালাইজড।
মেহেরপুর ডিলাক্স পরিবহণের সুপারভাইজার আফসার আলী জানান, বৃহস্পতিবার রাতে ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসার ঠিক আগ মুহুর্তে বৃদ্ধা মা’কে নিয়ে গাড়িতে ওঠে তার ছেলে ও ছেলের বউ। আরিচা ফেরিঘাটে পৌঁছালে মা’কে রেখে ছেলে ও ছেলের বউ গাড়ি থেকে নেমে যায়। ফেরিতে ঘাট পার হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেও তারা আর ফিরে আসেনি। তাই অসহায় বৃদ্ধা মা’কে নিয়েই গাড়ি চলে আসে মেহেরপুর। আনুমানিক ৭০ বছর বয়সী বৃদ্ধাকে প্রথমে মেহেরপুর সদর থানায় নিলে সেখানে একটি জিডি এন্ট্রি করা হয়। এরপর তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরিচয় জানতে না পারায় হাসপাতাল কর্তপক্ষ পড়েছে বিপাকে।