ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু পদত্যাগ করেছেন।
ঋণ কেলেঙ্কারির ঘটনায় শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে পদত্যাগপত্র জমা দেন বলে আজ শনিবার সকালে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান।
সাড়ে চার হাজার কোটি টাকা ঋণ অনিয়মের অভিযোগে গত মে মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থমন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।