• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন |

ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি

11ফেনী : নঈম উল্যাহ চৌধুরী বরাতকে সভাপতি ও সালাহ উদ্দিন মামুনকে সাধারণ সম্পাদক করে ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় ৪ বছর পর শুক্রবার বিকালে এ কমিটির ঘোষণা দেয়া হয়।

নঈম উল্যাহ চৌধুরী বরাত প্রাক্তন কমিটির সাধারণ সম্পাদক ও সালাহ উদ্দিন মামুনকে প্রচার সম্পাদক ছিলেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব কমিটির অনুমোদন দেন।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন কমিটিতে এস এম কায়সার এলিনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।

কমিটিকে আগামী ১ মাসের মধ্যে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা ও সম্মেলনের মাধ্যমে প্রতিটি সাংগঠনিক ইউনিট কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। ।

প্রসঙ্গত: এর আগে ২০১১ সালে আমান উদ্দিন কায়সার সাব্বিরকে সভাপতি ও নঈম উল্যাহ চৌধুরী বরাতকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ