বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে আজ শনিবার দুপুরে জেএমবি সন্দেহে সফিউল্লাহ নামের এক যুবক আটক করেছে পুলিশ।
বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, ওসি আরমান হোসেন পিপিএম গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের তাজমহল সিনেমা হল চত্বর থেকে চাঁদপুর জেলার মতলব উপজেলার আমিয়াপুর গ্রামের একেএম জহিরুল ইসলামের পুত্র একেএম সফিউল্যাহ (৩২) কে আটক করেছে।
পরে তাকে সাথে নিয়ে মাকড়াই গ্রামের শামসুল মুহুরীর বাড়ি থেকে একটি কম্পিউটার ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
কম্পিউটার ও মোবাইলে জেএমবি’র সংশ্লিষ্ঠতা যাচাই করা হচ্ছে।
যুবক জানায় ১ মাস আগে বীরগঞ্জে এসে ধান-চাউলের ব্যবসা করছে। মিরপুর বংলা কলেজের ছাত্র কিছুদিন সাইপ্রাসে চাকুরী করেছে।