হিলি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে শ্রমিক কল্যান ফেডারেশন পাঁচবিবি পৌর শাখার উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। আজ শনিবার এ উপলক্ষে পাঁচবিবির তিন মাথামোড়ে ফেডারেশনের সংগ্রামি সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা এবং ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের জয়পুরহাট জেলা সেক্রেটারি আব্দুল হাদি,বিশেষ অতিথি ছিলেন প্রভাষক শফিকুল আলম কমল এবং শ্রমিক নেতা তাইজুল ইসলাম,পাঁচবিবি থানা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সহ-সম্পাদক শাহ্ সুলতান আহম্মেদ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।সভায় উপস্থিত সকলের উদ্দ্যেশে প্রধান অতিথি হাদি বলেন সবার আগে শ্রমিকের ন্যায দাবি আদায়ে আমাদের সচেষ্ট থাকতে হবে।পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দেশ ও জাতির কল্যানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।