• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন |

কিশোরগঞ্জে বাজারের পানি নিষ্কাশনের ড্রেনের কাজের শুভ উদ্বোধন

Nilphamari News photo_05.07.14কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এলজিইডির বাস্তবায়নে শনিবার সন্ধ্যায় বাজারের পানি নিষ্কাশনের ড্রেনের কাজের শুভ উদ্বোধন করা হয়। বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে ওই কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা সদর ইউনিয়ন চেয়ারম্যান আসাদুর রহমান বাবুল, থানা অফিসার ইনচার্জ শাহ আলম।

কৃষি মেলার উদ্বোধন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে কৃষি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারীর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  শওকত চৌধরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রশিদুল ইসলাম, ও উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম। এ সময় ৫জন কৃষকের হাতে ফলজ, বনজ ও ঔষুধী গাছের ৫টি করে চারা বিতরণ করে মেলার সূচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ