ঢাকা: রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে শনিবার চলন্ত বাসে আবুল হোসেন নামে (৩২) এক ব্যবসায়ী ছিনতাইকারী কবলে পড়েছেন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় পালিয়ে যাওয়ার সময় বাসের যাত্রীরা ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করে। অন্যদিকে শুক্রবার রাতে উত্তরার জসীমউদ্দীন রোডে এক গৃহবধূ ছিনতাইকারীর কবলে পড়েন।
ছিনতাইয়ের শিকার আবুল হোসেন জানান, সকালে দোকানে ঈদের কাপড় ও ফেব্রিক্স মালামাল ক্রয়ের জন্য গাজীপুর থেকে ঢাকা পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন। বাস আব্দুল্লাহপুর আসার পর সিটের পাশের যাত্রীর বমির ভাব দেখিয়ে তার ওপর পড়েন। এসময় ওই যাত্রী তার পেটে ধারালো অস্ত্র ঠেকায়। পাশে বসে থাকা আরো ২ জন ছিনতাইকারী তার পকেট থেকে ১ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
চিৎকার করলে বাসের যাত্রীরা তাদের ধাওয়া করে কবির নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের সোপর্দ করে। তার কাছে ছিনতাই করা ১ লাখ টাকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই টাকা অপর দুই ছিনতাইকারীর কাছে থাকতে পারে।
উত্তরা পূর্ব থানার এসআই জাহানারা আক্তার জানান, শনিবার সকালে স্থানীয়রা কবিরকে পুলিশে সোপর্দ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে।