এম.এন ইসলাম: সরকার পরিবেশে নষ্টকারী অবৈধ পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার পরেও প্রশাসনিক নমনীয়তায় নীলফামারী জেলার সদর সহ ৬ উপজেলা শহর ও মফস্বল এলাকাগুলোর হাট-বাজারে, মুদির দোকান, হোটেল রেস্টুরেন্ট, কাঁচা তরিতরকারি মাছ ও মাংসের দোকানে প্রকাশ্যে ক্রেতাদের দেয়া হচ্ছে পলিথিন। বিশেষ করে নগরীর বেকারিসহ বিভিন্ন কনফেকশনারিতে পলিথিন ব্যাগ ব্যবহারে সরকারের কোন নিয়মনীতি মানা হচ্ছে না। ফলে পরিবেশ ধ্বংসকারী পলিথিন নিষিদ্ধ করা হলেও বর্তমানে সরকারের এ সিদ্ধান্ত পরিণত হয়েছে বর্জ আটুনি ফস্কা গেরোতে।
অনুসন্ধানে দেখা গেছে, পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও বিষাক্ত এসব অবৈধ পলিথিন ব্যাগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও সুলভ মূল্যে বিকল্প ব্যবহারের কোন ব্যাগ না থাকায় তারা প্রতিনিয়ত এ ব্যাগ ব্যবহার করছে। তবে আগে ব্যবহৃত কাল ও রঙ্গীন পলিথিনের পরিবর্তে এসব জায়গায় সাদা পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে। যা ডাক্তারি মতে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
বিশেষজ্ঞদের মতে, পলিথিন ব্যবহারের ফলে মানুষের বিভিন্ন চর্মরোগ ও আলসারসহ কঠিন রোগ দেখা দিতে পারে। এ ছাড়াও পুড়ে ফেললেও এর বিষাক্ত গ্যাস পরিবেশের মারাত্মক ক্ষতি করে। আবার পলিথিন মাটিতে পুঁতে রাখলেও মাটির উর্বর শক্তি নষ্ট করে দেয়। পলিথিন নালা, খাল, ডোবায় পানি প্রবাহে বাধা দেয়। প্রকৃতিতে অবিকৃত অবস্থায় থেকে মাটিতে সূর্যালোক, পানি ও অন্যান্য উপাদান প্রবেশে বাধা দেয়। নানা রোগের কারণ হয়ে দাঁড়ায় এই পলিথিন। তাই পলিথিন নিষিদ্ধ আইন বাস্তবায়ন করা গেলে পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নতি ঘটবে, পাটের ব্যবহার বাড়বে, মাঠপর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকাশ্যে পলিথিন ব্যাগের ব্যবহারের ব্যাপারে নীলফামারী জেলার বেকারির কর্মচারীরা বলেন, আইন-টাইন বুঝি না। আমাদের প্রয়োজন তাই পলিথিন ব্যাগে মালামাল সরবরাহ করছি। কারও কিছু করার থাকলে আসতে বলেন, দেখা যাবে কি করতে পারে? জেলার সৈয়দপুর রেল বাজারের ফল বিক্রেতা ইসলাম বলেন, কাগজ কিংবা পাটের ব্যাগের চেয়ে পলিথিন ব্যাগ বেশি সস্তা, তাই পলিথিন ব্যাগে ফল বিক্রি করছি। মুদি দোকানদার আসলাম হোসেন, কাঁচামাল ব্যবসায়ী ফিরোজ বলেন, ক্রেতারা কাগজের ব্যাগের চেয়ে পলিথিন ব্যাগে খরচ বহন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাই পলিথিন ব্যাগে বিক্রি করছি। ফলে মুনাফার পরিমাণ বেশি থাকে। যদি সাধারণ মানুষের জনসচেতনতা বৃদ্ধি করা যায় এবং এর কুফল ব্যাখ্যাসহ পলিথিন ব্যবহার বন্ধে গৃহীত আইন প্রয়োগ করা যায় তাহলে সুফল পাওয়া যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞমহল। তবে এ বিষয়ে সর্বাগ্রে প্রশাসনিক সচেতনতা ও সহযোগিতাসহ প্রত্যক্ষ হস্তক্ষেপ প্রয়োজন।
উল্লেখ্য, সরকারি বিধি নিষেধ সত্ত্বেও একটি শক্তিশালী অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট রংপুর বিভাগের ৫৮টি উপজেলায় পলিথিন ব্যাগ সাপ্লাই দিয়ে আসছে। কিছু কিছু সময়ে মোবাইল কোর্ট পরিচালনার সময় হাতেনাতে ধরা পড়লেও তাদের এ অবৈধ ব্যবসা বন্ধ করা সম্ভব হচ্ছে না। সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালের চিকিৎসক ওয়াসিমুল বারী জয় জানান, পলিথিন ব্যাগে রাখা খাবার খেলে তার শরীরের সমস্যা দেখা দেবে। এছাড়াও গ্যাস্ট্রিক, পেটের পীড়া হওয়ার আশঙ্কা থাকে। সচেতন মহল মনে করেন পলিথিনের বিকল্প সামগ্রী বাধ্যতামূলক ব্যবহারে আইন প্রণয়ের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ পলিথিন উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গহণ করতে হবে সরকারকে। বিশেষ করে নগরীর বিভিন্ন কনফেকশনারি ও দোকানগুলোতে অভিযান পরিচালনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন পরিবেশবাদীরা।