• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন |

রাজিবপুরে সেতুর অভাবে ১০টি গ্রামের মানুষের দুর্ভোগ!!

photoআতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়া পাড়া বদরপুর সড়কের খাজার বাড়ি নামক ভাঙ্গা স্থানে দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় বিশাল চরাঞ্চলের অসংখ্য মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচেছ। বিশেষ করে সোনাভরি নদীর বুকে ১০টি চরাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ বিচ্ছিন্ন হয়ে পরেছে। রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের অধিনে ওই ভাঙ্গা স্থান ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। সেতু না থাকায় ওই সব চরের মানুষ উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ বিছিন্ন ।
সরেজমিনে দেখা গেছে মানুষের দুর্ভোগের চিত্র। টাঙ্গালিয়া পাড়া বদরপুর সড়কের ওই ভাঙ্গা স্থানে এর আগে বাঁশের সেতু ছিল। বাঁশের সেতু ভেঙ্গে যাওয়ার পর নতুন করে আর সেতু নির্মাণ করা হয়নি। দক্ষিন চরসাজাই, পাখিউড়া, বদরপুর, উত্তরচর সাজাই, কেচোমারী, সাজাই চরের অসংখ্য স্কুল ও কলেজ শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। রাজিবপুর ডিগ্রি কলেজের ছাত্র সুমন মিয়া জানান, সেতু না থাকায় নৌকা পাড়াপারে ঝুঁকি নিয়ে যেতে হয় আমাদের। অনেক সময় খেয়ার নৌকা ডুবে যায় তখন বইখাতা ভিজে নষ্ট হয়ে পড়ে।
পাখি উড়া চরের সাইদুর রহমান জানান, ওই ভাঙ্গা স্থানে একটা পাকা সেতু নির্মাণের জন্য উপজেলা পরিষদে বারবার আবেদন জানানো হয়েছে। আছমত আলী নামের এক ব্যক্তি বলেন, ‘সেতু না থাকায় আমগর খুব কষ্ট হইয়া গেছে। চরের কেউ অসুস্থ্য হয়ে পড়লে সময় মতো হাসপাতালে নেওয়া যায় না। সেতু নির্মাণ হলে ভ্যান রিকশা যাতায়াত করতে পারবে। এতে চরের মানুষের সুবিধা হবে।
রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর-ই শাহী ফুল জানান, ওই স্থানে পাকা সেতু নির্মাণ খুবই দরকার। এজন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় আবেদনও করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা বলেন, ‘ওই ভাঙ্গা স্থানে সেতু নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে সেতু নির্মাণ সম্ভব হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ