ঢাকা : রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনের সময় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, এশিয়ান টিভির ক্যামেরাপারসন লতিফ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মানিক মিয়াজী এবং দৈনিক আলোকিত বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক জোবায়ের চৌধুরী।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তাদের চিকিৎসক।