• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :

হাবিপ্রবি’র শিক্ষকদের মানববন্ধন

New Rose Cafe, Saidpur

HSTU PIXদিনাজপুর প্রতিনিধি: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মানউন্নয়নের জন্য পৃথক বেতন কাঠামো ও চাকরির বয়স ৬৭ করার দাবি জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দেশের সকল পাবলিক বিম্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে এ দাবি জানায় তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর ড. মো. আনিস খান, প্রফেসর টিএমটি ইকবাল, প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন খান, প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ, প্রফেসর ড. মো. মামুনুর রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষক সমাজ হচ্ছে দেশের বিবেক। দেশ ও জাতির সেবায় তারা নিয়োজিত। জাতি গঠনে শিক্ষকরা কঠোর পরিশ্রম করলেও তাদের কোন সুযোগ সুবিধা আজও বৃদ্ধি করা হয়নি। অথচ সার্কভূক্ত প্রতিটি দেশে শিক্ষকদের পৃথক বেতন কাঠামো ও আনুসাঙ্গিক সুযোগ সুবিধা রয়েছে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও চাকরির বয়স সীমা ৬৭ করার জন্য দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ