সিসি ডেস্ক: তিন বছর আগে সভ্যতার আলো বঞ্চিত মানুষের সন্ধান পেয়ে পুরো পৃথিবী বিস্মিত হয়েছিল। এখন যা ঘটছে তা হলো তাদের পুরো অস্তিত্বই হুমকির মুখে। প্রথম দিকে এরা বিমান বা হেলিকপ্টার দেখলে গভীর বনে পালিয়ে যেত। আস্তে আস্তে তারা একটু সাহসী হতে থাকে। তৃণভূমি থেকে বিভিন্ন শাক সবজি সংগ্রহ করার জন্য ওদের পুরুষ ও তরুণরা বের হতো। আবার কাজ শেষে তৃণলতার গভীরে হারিয়ে যেত।
ব্রাজিলের এনভিরা নদীর কাছে ‘আশানিনকা’ নামে অপর একটি আদিবাসী সম্প্রদায় তাদেরকে প্রথম দেখে। ঐ নাম না জানা আমাজোনিয়ান জনগোষ্ঠীর সাথে ব্রাজিলের স্থায়ী জনগোষ্ঠীর সাক্ষাত হয় ২০ দিন আগে। আসলে যোগাযোগ স্থাপিত হয় আশাশিনকা জনগোষ্ঠীর সাথে যাদের সাথে ব্রাজিলের মূল ধারার যোগাযোগ রয়েছে।
২০১০ সালে বিমান থেকে তোলা ছবিতে এই জনগোষ্ঠীর পরিচয় পাওয়ার চার বছর পর তাদের সাথে আধুনিক জগতের যোগাযোগ ঘটে। বিমান থেকে তোলা ঐ ছবিগুলো ২০১১ সালের জানুয়ারিতে ছাড়া হয়েছিল। তখন সেগুলো সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। মনে করা হচ্ছে, এই উপজাতি সীমান্ত এলাকা থেকে গভীর বনের দিকে আস্তে আস্তে চলে যায়। কারণ গাছ নিধন ও ঐলাকা দিয়ে মাদক পাচারের কারণে তাদের জীবনধারণ হুমকিতে পড়ে যায়।
সম্প্রতি ব্রাজিলের আক্রে প্রদেশের সিমপেটিকো গ্রামের সাথে যোগাযোগ করে ঐ জনগোষ্ঠীর প্রতিনিধি। তারা এত গভীর বনেই অবস্থান করেন যে নিকটবর্তী গ্রাম ও জনবসতিতে আসতে তাদের কনুই নামে এক ধরণের নৌকা বেয়ে ও হেঁটে আসতে এক সপ্তাহেরও বেশি সময় লেগেছে। ব্রাজিলের ইন্ডিয়ান অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ফুনাই এটাকে একটি ‘তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত’ হিসেবে দেখছে।
সিমপেটিকো গ্রামটি সীমান্ত থেকে ২৫ মাইল অদূরেই এবং চার বছর আগে যেখান থেকে ওই উলঙ্গ মানবদের ছবি তোলা হয়েছিল তার খুব কাছাকাছিই এ গ্রামটি। ধারণা করা হয়, আক্রে প্রদেশে কমপক্ষে এমন চারটি সম্প্রদায় বাস করছে যার মোট জনসংখ্যা হবে প্রায় ৬০০ এর মতো।
পেরুর সীমানাতেও এমন দুটি সম্প্রদায় বাস করতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু পশ্চিম আমাজনে কতজন আদিবাসী আছে এখনো সেটা কেউই জানে না। যে ব্যাপারটি নিয়ে বিশ্বব্যাপী দুশ্চিন্তা দেখা দিচ্ছে তা হলো ভারী অস্ত্র নিয়ে গাছ পাচারকারীদের উপস্থিতি। এর ফলে আমরা পৃথিবীর সর্বশেষ ‘বিলুপ্তপ্রায়’ মানব সম্প্রদায়কে হারিয়ে ফেলতে পারি।
আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্ডিয়ানরা তাদের ঐতিহ্যগত অঞ্চলগুলোতে বসবাস করার অধিকার রাখে। ১৯৮০ এর দশকে এ অঞ্চলগুলোকে পর্যবেক্ষণের আওতায় আনার পর এই প্রথম তাদের পক্ষ থেকে স্বেচ্ছায় যোগাযোগ করার আগ্রহ দেখানো হয়। ফুনাই জানায় যে ‘যোগাযোগ স্থাপিত হয়েছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণ।’ এই মানবগোষ্ঠী খাবার ও বস্ত্রের জন্য আবেদন করেছে।
এই অঞ্চলটিকে ২০ বছর ধরে মনিটর করছেন এমন এক কর্মকর্তা হোসে কার্লোস মেরেলাস। তিনি জানান, এটা একটা ব্যতিক্রমী ঘটনা। কার্লোসের আশংকা, ‘কোনো গুরুতর ঘটনা ঘটে থাকতে পারে। যোগাযোগ বিচ্ছিন্ন কোনো সম্প্রদায় এর আগে এমন আচরণ করেনি। এটা একেবারে নতুন অবস্থা এবং এটা খুব চিন্তার বিষয়।’
ইন্ডিয়ানরা এখন কঠিন সময় পার করছেন ১৯ শতকে রাবার বিপ্লবের পর। তাদের পূর্বপুরুষরা হুমকিতে পড়েছিল। এখন নতুন করে অস্তিত্বের সংকটে পড়েছে এই হারিয়ে যাওয়া জনগোষ্ঠী। গুটি বসন্ত, হাম এবং সাধারণ ঠান্ডা থেকে বাঁচার কোনো উপায় জানা নেই তাদের। ওখানে যারা নতুন করে বসতি স্থাপন করে তারাও ইন্ডিয়ানদের জন্য হুমকি হিসাবে দাঁড়ায়।
ব্রাজিলের আইন অনুযায়ী ব্রাজিল তাদের সাথে ‘কোনো যোগাযোগ নয়’ এমন পলিসি নিয়ে থাকে। এই আদিবাসী জনগোষ্ঠী ইচ্ছে করলে ব্রাজিলের মূলধারার সাথে মিশতে পারে। ঐ সব এলাকায় কাজ করার জন্য ফুনাই ইতিমধ্যেই একটি চিকিৎসক দল ও ভাষা বিশেষজ্ঞ দল তৈরি করেছেন। বর্তমানে আশাশিনকা উপজাতির সাথে সহাবস্থান করছে নতুন ঐ যুক্ত হওয়া জনগোষ্ঠী। আশাশিনকারা প্রথমদিকে একটু ভয় পেয়েছিল। কিন্তু বনে তাদের অপর ভাইদের দুরবস্থা তাদেরকে গভীরভাবে নাড়া দেয়।
বিলুপ্তপ্রায় আদিবাসীদেরকে নিয়ে কাজ করে সার্ভাইভাল ইন্টারন্যাশনাল নামে একটি মানবাধিকার প্রতিষ্ঠানের সারাহ শেংকের জানান, তারা কী ভাষায় কথা বলে এটা এখনো জানা যায়নি। তিনি ব্যাখ্যা করেন, ‘আমরা আসলে জানি না তারা কে। যোগাযোগ স্থাপনের সিদ্ধান্তটি একটি সচেতন সিদ্ধান্ত হিসেবেই মনে হচ্ছে। তারা হয়তো অনুভব করেছে তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। তারা নিশ্চয়ই বিলুপ্ত হয়ে যাওয়ার মতো হুমকিতে পড়েছে।’
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাপ দেওয়া হচ্ছে ঐ অঞ্চলগুলোর সরকারগুলোকে তাদের ভূমি সংরক্ষণ করতে দিতে হবে এবং তাদের স্বাধীনভাবে জীবন যাপন করতে দিতে হবে। বিমান থেকে তোলা ছবিতে দেখা যায়, ঐ আদিবাসী জনগোষ্ঠী অনেক স্বাস্থ্যবান। তারা শিকার করে, ফলমূল খেয়ে এবং নিজেরাই শাক সবজি চাষ করে জীবন ধারণ করে থাকে।
যদিও ব্রাজিল ও পেরুর মাঝে চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে আদিবাসী ইন্ডিয়ানরা দুই দেশ থেকেই স্বাধীন থাকবে এবং তাদেরকে কোনো দেশের আইনের আওতায় আনা যাবে না, কিন্তু পলিসি ও বাস্তবের জগতের মধ্যে চেহারা ভিন্ন এবং পার্থক্যটা বিশাল। আদিবাসী জনগোষ্ঠীকে দেখাশুনার জন্য যেসব গার্ডপোস্ট বসানো হয়েছে সেগুলো মাদক প্রাচারকারী গ্যাংদের দ্বারা ব্যবহৃত হচ্ছে। পেরুতে অনেক সময় সরকারীভাবে এটা অস্বীকার করা হয় যে সেখানে এখনো যোগাযোগবিচ্ছিন্ন মানব সম্প্রদায় আছে।
আক্রে প্রদেশের একজন ইন্ডিয়ান নিক্সিওয়াকা ইয়াওয়ানাওয়া জানান, তিনি ঐ অঞ্চলের মানুষ যেখান থেকে নতুন এই জনগোষ্ঠী যোগাযোগ স্থাপন করতে এসেছে। তিনি খুব উদ্বিগ্ন হয়ে বলেন, ‘এটা খুবই দুশ্চিন্তার বিষয় যে আমার আত্মীয় স্বজনেরা হারিয়ে যেতে বসেছে। এটা দেখিয়ে দিচ্ছে আমরা কী অবিচারের শিকার হচ্ছি। তাদের অবস্থা আরও খারাপ কারণ তারা সরকার ও প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারছে না। আমার মানুষদের সাথে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করার জন্য দুটি দেশের সরকারকেই এখনি পদক্ষেপ নিতে হবে।’ (যুক্তরাজ্যের বিখ্যাত ইনডিপেনডেন্ট পত্রিকায় জোনাথন ব্রাউনের এই প্রতিবেদনটি প্রকাশিত হয় ৩ জুলাই ২০১৪।)